প্রকাশিত: ২৯/১০/২০১৫ ২:৩১ অপরাহ্ণ
আসল ভূত দেখার স্বাদ ‘প্যারানরমাল অ্যাক্টিভিটি: দ্য ঘোস্ট ডাইমেনশন’

98939_Untitled-1
অনলাইন ডেস্ক।
ঢাকার স্টার সিনেপ্লেক্সে আগামীকাল মুক্তি পাবে সুপারন্যাচারাল হরর ছবি ‘প্যারানরমাল অ্যাক্টিভিটি: দ্য ঘোস্ট ডাইমেনশন’। বিশ্বব্যাপী জনপ্রিয় ‘প্যারানরমাল অ্যাক্টিভিটি’ সিরিজের ষষ্ঠ ছবি এটি। এবারের ছবিটি আগের ছবিগুলো থেকে একেবারেই আলাদা। এই প্রথমবারের মতো থ্রিডি ভার্সনে দর্শকদের সামনে আসছে ‘প্যারানরমাল অ্যাক্টিভিটি’ সিরিজের কোনো ছবি। আর এ নিয়ে ভৌতিক ছবিপ্রেমী দর্শকরা বেশ উচ্ছ্বসিত। প্রযোজনা প্রতিষ্ঠান প্যারামাউন্ট পিকচার্স-এর এ ছবির ট্রেইলার প্রকাশের পর ২৪ ঘন্টার মধ্যে প্রায় তিন লাখ বার দেখা হয়েছে। আর ২৩শে অক্টোবর যুক্তরাষ্ট্রে মুক্তি পাওয়ার পরও দর্শকদের বেশ ভালো সাড়া পেয়েছে ছবিটি। ধারণা করা হচ্ছে, বক্স অফিস সাফল্যের দিক থেকে সিরিজের আগের ছবিগুলোকে ছাড়িয়ে যাবে ‘প্যারানরমাল অ্যাক্টিভিটি: দ্য ঘোস্ট ডাইমেনশন’। শ্বাসরুদ্ধকর ভৌতিক এ ছবিতে দেখা যাবে, একটি পরিবার নতুন বাড়িতে ওঠে থাকার জন্য। ঘটনাক্রমে তাদের হাতে পড়ে একটা অডিও ক্যাসেটের বাক্স। বাক্সটি আসলে অভিশপ্ত। বাক্স খুলতেই তার ভেতর থেকে এক প্রেতাত্মা জেগে ওঠে। এভাবেই শুরু হয় সিনেমার ভয়াবহ ঘটনা প্রবাহ। আগের সিরিজের মতোই সিরিজের এ ছবিটিও পরিচালনা করেছেন পরিচালক গ্রিগোরি প্লটকিন। অভিনয় করেছেন ক্রিস জে. মারি, ব্রিট শ, লাভ গ্রিগোরিসহ আরও অনেকে। ছবিটি দেখে দর্শক এবং সমালোচকরা বলেছেন অনেকদিন পর রীতিমত আসল ভূত দেখার স্বাদ পেয়েছেন তারা। শুরু থেকে শেষ পর্যন্ত লোমহর্ষক নানা দৃশ্য উপভোগ করেছেন টান টান উত্তেজনায়। দৃশ্যের সঙ্গে শব্দ সংযোজন, গ্রাফিক্স এবং ইফেক্টসের কাজগুলো দারুণ দক্ষতায় উপস্থাপন করেছেন পরিচালক। যার ফলে একেকটি মুহুর্ত দর্শককে ভীষণভাবে জড়িয়ে রাখে। এটাই ছবিটির প্রধান আকর্ষণ।

পাঠকের মতামত

আবারো রেকর্ড বুকে ফরাসি ব্যাটার

আবারো রেকর্ড বুকে ফরাসি ব্যাটার

স্পোর্টস ডেস্কঃ টি-টোয়েন্টির সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ানের রেকর্ড নিজের করে নিয়েছেন ফ্রান্সের গুস্তাভ মেকেওন। এই ফরম্যাটে নিজেকে ...
আসছে ফেসবুক টিকটকের আদলে

আসছে ফেসবুক টিকটকের আদলে

প্রযুক্তি ডেস্কঃ এবার সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে বের বড়োসড় পরিবর্তন আনছে মেটা। নতুন ভিডিও বিভাগ ...

চট্টগ্রামের বিনোদন স্পটগুলো সেজেছে বর্ণিল সাজে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

  সিএসবি টুয়েন্টিফোর : ঈদ-উল-আযহা উপলক্ষ্যে পর্যটকদের সাদরে অভ্যর্থনা জানাতে প্রস্তুত চট্টগ্রামের সবকটি বিনোদন কেন্দ্র। ...