রোহিঙ্গা ক্যাম্পের হেড মাঝিকে কুপিয়ে হত্যা
নিজস্ব প্রতিবেদক:: কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প-২০ এর হেড মাঝিকে কুপিয়ে হত্যা করেছে অজ্ঞাত সন্ত্রাসীরা। তবে ...
সি.এস.বি২৪: বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী দল থেকে পদত্যাগ করেছেন। পদত্যাগপত্রে রাজনীতি ছেড়ে দেয়ার কথাও উল্লেখ করেন তিনি।
শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন।বুধবার রাতে বেগম খালেদা জিয়া বরাবর চিঠি পাঠান দলের এই সিনিয়র নেতা। রাতেই সেই চিঠি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরের কাছে পৌঁছায়। শারীরিক অবস্থার কারণে এমন সিদ্ধান্ত তিনি নিয়েছেন বলে পদত্যাগপত্রে উল্লেখ করেন তিনি।তিনি এমন সময়ে দল থেকে পদত্যাগ করলেন যখন খালেদা জিয়া চিকিৎসার জন্য বিদেশে অবস্থান করছেন।২০০৯ সালে বিএনপির কাউন্সিল হলে শমসের মবিনকে দলের ভাইস চেয়ারম্যান করা হয়। বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে ২০০১-০৫ সাল পর্যন্ত শমসের মবিন চৌধুরী ছিলেন পররাষ্ট্রসচিবের দায়িত্বে।
পাঠকের মতামত