প্রকাশিত: ২৮/১০/২০১৫ ৭:০৭ অপরাহ্ণ

ntrca_246557
নিজস্ব প্রতিবেদক :
NTRCA-logoদ্বাদশ শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার ফল আাগামীকাল (২৯ অক্টোবর) যে কোন সময় প্রকাশিত হবে। এনটিআরসিএর কর্মকর্তারা এ কথা জানান।

দ্বাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষায় লিখিত পরীক্ষা গ্রহণের আগে গত ১২ জুন প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ৪ লাখ ৮০ হাজার ৬৭০ জন আবেদনকারী অংশগ্রহণ করেন। উত্তীর্ণ হন ৭৫ হাজার ৯৮৯ জন, যা অংশগ্রহণকারী প্রতিযোগীর ১৫ দশমিক ৮১ ভাগ। তবে প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেছিলেন ৫ লাখ ৩২ হাজার ৫২২ জন।

পরীক্ষার ফল http://ntrca.teletalk.com.bd ওয়েবসাইট থেকে জানা যাবে। তা ছাড়া কৃতকার্য প্রার্থীদের SMS-এর মাধ্যমেও ফল জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন এনটিআরসিএর কর্মকর্তারা।

উল্লেখ্য, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমে গত ২৮ ও ২৯ আগস্ট সারাদেশে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পাঠকের মতামত

উখিয়ায় শিক্ষক রিমনের ওপর হামলার ঘটনায় নিন্দার ঝড়, অপরাধীকে দ্রুত শাস্তির দাবি

উখিয়ায় শিক্ষক রিমনের ওপর হামলার ঘটনায় নিন্দার ঝড়, অপরাধীকে দ্রুত শাস্তির দাবি

নিজস্ব প্রতিবেদক:: কক্সবাজারের উখিয়া উপজেলায় একজন স্কুল শিক্ষক দুর্বৃত্তদের হামলার শিকার হয়ে গুরুতর আহত অবস্থায় ...