প্রকাশিত: ২৮/১০/২০১৫ ৬:৫১ অপরাহ্ণ , আপডেট: ২৮/১০/২০১৫ ৬:৫৩ অপরাহ্ণ

Shahid Ukhiya Pic 28.10.2015 (2)
নিজস্ব প্রতিবেদক ॥
কক্সবাজারের উখিয়া উপজেলা যুবদলের উদ্যোগে ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে উখিয়া উপজেলা বিএনপির কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র‌্যালী প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কার্যালয়ে গিয়ে শেষ হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উখিয়া উপজেলা যুবদলের সভাপতি ও ইউপি সদস্য হামিদ হোসেন সাগর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সরওয়ার জাহান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ভাইস চেয়ারম্যান সুলতান মাহমুদ চৌধুরী। বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুবদলের সদস্য এম. মোক্তার আহমদ, কক্সবাজার জেলা যুবদলের সভাপতি ছৈয়দ আহাম্মদ উজ্জ্বল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও পৌরসভার প্যানেল মেয়র জিসান উদ্দিন জিসান, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আমির আলী, উখিয়া উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিউল ইসলাম আজাদ, উপজেলা যুবদলের সহ-সভাপতি এম. গফুর উদ্দিন, উখিয়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও উপজেলা যুবদলের সহ-সভাপতি আহসান উল্লাহ মনি, উখিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবদুল মালেক মানিক, উখিয়া উপজেলা তরুন দলের আহবায়ক আলমগীর সিকদার হান্নান, যুবদল নেতা এম.মনজুর আলম প্রমূখ। এ সময় বক্তারা বলেন, আওয়ামীলীগ গণতন্ত্রকে গলাটিপে হত্যা করেছে। সংবাদপত্র, বিরোধী দলের নেতাকর্মীদের উপর দমন নিপীড়ন চালিয়ে যাচ্ছে। অসংখ্য মামলা দিয়ে নেতাকর্মীদের ঘর ছাড়া করেছে। বিএনপি যদি ক্ষমতায় আসলে কড়াই গন্ডায় হিসাব নেওয়া হবে। প্রতিষ্ঠা বার্ষিকীকে ঘিরে নেতাকর্মীরা উপজেলার ৫টি ইউনিয়ন থেকে মিছিল সহকারে যুব সমাবেশে যোগদান করেন। বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে যুবদলের নেতাকর্মীদের আরো বেশি দায়িত্বশীল হওয়ার আহবান জানান। দেশ এখন কঠিন সময় পার করছে। অনুষ্ঠান পরিচালনা করেন উখিয়া উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান সিকদার।

পাঠকের মতামত

উখিয়ায় শিক্ষক রিমনের ওপর হামলার ঘটনায় নিন্দার ঝড়, অপরাধীকে দ্রুত শাস্তির দাবি

উখিয়ায় শিক্ষক রিমনের ওপর হামলার ঘটনায় নিন্দার ঝড়, অপরাধীকে দ্রুত শাস্তির দাবি

নিজস্ব প্রতিবেদক:: কক্সবাজারের উখিয়া উপজেলায় একজন স্কুল শিক্ষক দুর্বৃত্তদের হামলার শিকার হয়ে গুরুতর আহত অবস্থায় ...