প্রকাশিত: ২৮/১০/২০১৫ ৬:৪৯ অপরাহ্ণ , আপডেট: ২৮/১০/২০১৫ ৬:৫৪ অপরাহ্ণ

Shahid Ukhiya Pic 28.10.2015 (1)
নিজস্ব প্রতিবেদক::
কক্সবাজার-টেকনাফ সড়কের রামু তুলাবাগান এলাকায় যাত্রীবাহী গাড়ির তল্লাশী চালিয়ে ১৯৯৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ ১ পাচারকারীকে আটক করেছে। জব্দকৃত ইয়াবার মূল্য প্রায় ৬ লক্ষাধিক টাকা বলে বিজিবি জানিয়েছেন। মরিচ্যা যৌথ চেকপোষ্টের নায়েব সুবেদার জাকির হোসেন বলেন, বুধবার সকালে কক্সবাজার-টেকনাফ সড়কের রামু তুলাবাগান এলাকায় কক্সবাজার মূখী যাত্রীবাহী গাড়িতে তল্লাশী চালিয়ে ইয়াবা সহ ১ পাচারকারীকে আটক করি। আটক পাচারকারীর নাম গফুর উদ্দিন (২৫)। সে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালী গ্রামের আবদুস সালামের ছেলে বলে পুলিশ জানিয়েছেন। অপরদিকে ১৭ বিজিবির হাবিলদার মোঃ ইব্রাহিমের নেতৃত্বে গতকাল বুধবার ৯ টার সময় কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়া ডিগ্রী কলেজ সংলগ্ন এলাকায় যাত্রীবাহী গাড়িতে তল্লাশী চালিয়ে ৭৬২ পিস ইয়াবা ও ২ বোতল বিদেশী মদ এবং বিপুল পরিমাণ বার্মিজ কাপড় চোপড় জব্দ করে। এ সময় কাউকে আটক করতে পারেনি।

পাঠকের মতামত