প্রকাশিত: ২৮/১০/২০১৫ ৪:৩৫ অপরাহ্ণ

image_284094.asia cup 16
csb24.com::
২০১৬ এশিয়া কাপ ক্রিকেট ভারতে আয়োজন করার কথা ছিল। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে সেখানেই খেলার কথা ছিল। কিন্তু ভারতের উগ্র ধর্মীয় সংগঠন শিবসেনার হুমকির কারণে বাতিল করা হয়েছে এই পরিকল্পনা। ২০১৬ সালের এশিয়া কাপ অনুষ্ঠিত হবে বাংলাদেশে। ২০১২ ও ২০১৪ সালের এশিয়া কাপও অনুষ্ঠিত হয়েছিল বাংলাদেশে। এবারই প্রথমবারের মতো এশিয়া কাপ হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। সিঙ্গাপুরে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত এসেছে।

এবারের এশিয়া কাপ অনুষ্ঠিত হবে আগামী বছরের ২৪ ফেব্রুয়ারি থেকে ৬ মার্চ পর্যন্ত। টি-টোয়েন্টি বিশ্ব আসরের প্রস্তুতি হিসেবেই কুড়ি ওভারের ফরম্যাটে আয়োজিত হবে এশিয়া কাপ। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের আগে ২০১৮ সালে অনুষ্ঠেয় বিশ্বকাপ আবার ফিরে যাবে ৫০ ওভারের ফরম্যাটে।

বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে এবারের এশিয়া কাপে অংশ নেবে আইসিসির আরো একটি সহযোগী দেশ। এশিয়া কাপে খেলতে নভেম্বরে একটি বাছাইপর্বে অংশ নেবে এশিয়ার চারটি ক্রিকেট খেলা দেশ সংযুক্ত আরব আমিরাত, আফগানিস্তান, ওমান ও হংকং।

১৯৮৪ সালে শুরু হওয়ার পর এখন পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে এশিয়া কাপের ১২টি আসর। এর মধ্যে শ্রীলঙ্কা ও ভারত জিতেছে পাঁচটি করে শিরোপা। পাকিস্তান জিতেছে দুবার। ২০১২ সালে ফাইনালে উঠেও অল্পের জন্য শিরোপা জিততে পারেনি বাংলাদেশ।

পাঠকের মতামত

সিএ বাংলাদেশ কাপ গলফ টুর্নামেন্ট ২০২৫ সফলভাবে কক্সবাজারে সম্পন্ন

সিএ বাংলাদেশ কাপ গলফ টুর্নামেন্ট ২০২৫ সফলভাবে কক্সবাজারে সম্পন্ন

  সংবাদ বিজ্ঞপ্তি:: ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) এর সদস্যদের দ্বারা গঠিত সিএ ...
আবারো রেকর্ড বুকে ফরাসি ব্যাটার

আবারো রেকর্ড বুকে ফরাসি ব্যাটার

স্পোর্টস ডেস্কঃ টি-টোয়েন্টির সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ানের রেকর্ড নিজের করে নিয়েছেন ফ্রান্সের গুস্তাভ মেকেওন। এই ফরম্যাটে নিজেকে ...