csb24.com::
২০১৬ এশিয়া কাপ ক্রিকেট ভারতে আয়োজন করার কথা ছিল। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে সেখানেই খেলার কথা ছিল। কিন্তু ভারতের উগ্র ধর্মীয় সংগঠন শিবসেনার হুমকির কারণে বাতিল করা হয়েছে এই পরিকল্পনা। ২০১৬ সালের এশিয়া কাপ অনুষ্ঠিত হবে বাংলাদেশে। ২০১২ ও ২০১৪ সালের এশিয়া কাপও অনুষ্ঠিত হয়েছিল বাংলাদেশে। এবারই প্রথমবারের মতো এশিয়া কাপ হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। সিঙ্গাপুরে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত এসেছে।
এবারের এশিয়া কাপ অনুষ্ঠিত হবে আগামী বছরের ২৪ ফেব্রুয়ারি থেকে ৬ মার্চ পর্যন্ত। টি-টোয়েন্টি বিশ্ব আসরের প্রস্তুতি হিসেবেই কুড়ি ওভারের ফরম্যাটে আয়োজিত হবে এশিয়া কাপ। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের আগে ২০১৮ সালে অনুষ্ঠেয় বিশ্বকাপ আবার ফিরে যাবে ৫০ ওভারের ফরম্যাটে।
বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে এবারের এশিয়া কাপে অংশ নেবে আইসিসির আরো একটি সহযোগী দেশ। এশিয়া কাপে খেলতে নভেম্বরে একটি বাছাইপর্বে অংশ নেবে এশিয়ার চারটি ক্রিকেট খেলা দেশ সংযুক্ত আরব আমিরাত, আফগানিস্তান, ওমান ও হংকং।
১৯৮৪ সালে শুরু হওয়ার পর এখন পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে এশিয়া কাপের ১২টি আসর। এর মধ্যে শ্রীলঙ্কা ও ভারত জিতেছে পাঁচটি করে শিরোপা। পাকিস্তান জিতেছে দুবার। ২০১২ সালে ফাইনালে উঠেও অল্পের জন্য শিরোপা জিততে পারেনি বাংলাদেশ।
পাঠকের মতামত