প্রকাশিত: ২৮/১০/২০১৫ ২:৩৩ অপরাহ্ণ
আটোয়ারীতে প্রকৃচি, বিসিএস, ২৬ ক্যাডার, নন ক্যাডার ও ফাংশনাল সার্ভিস কমিটির মানববন্ধন কর্মসূচী পালিত

Atwari News Pic (1) 28.10.15
আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে প্রকৃচি, বিসিএস, ২৬ ক্যাডার, নন ক্যাডার ও ফাংশনাল সার্ভিস কমিটির উদ্দ্যেগে ঘন্টা ব্যাপী এক মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। বুধবার ( ২৮ অকেটাবর) দুপুরে উপজেলা পরিষদের সামনে এই মানববন্ধন কর্মুসূচী পালন করা হয়। প্রকৃচি, বিসিএস, ২৬ ক্যাডার, নন ক্যাডার ও ফাংশনাল সার্ভিস আটোয়ারী উপজেলা কমিটির সভাপতি ও উপজেলা প:প: কর্মকর্তা ডাঃ মওলা বকস চৌধুরীর নেতৃত্বে দুপুর ১২.০১ মিনিট থেকে শুরু করে ০১.০০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচীতে “আমলাতন্ত্র নিপাত যাক, পেশাজীবী মুক্তি পাক” শোগানকে সামনে রেখে, কৃত্য পেশা ভিত্তিক প্রশাসনগড়ে তোলা, বেতন স্কেল সিলেকশন গ্রেডে ও টাইমস্কেল পূর্ণবহাল, উপজেলা ইউএনও এর কর্তৃক বাতিল আন্ত: ক্যাডার বৈষম্য নিরসন, নিজস্ব ক্যাডার ও ফাংশনাল সার্ভিস বর্হিঃভুত সকল ধরনের প্রেষন বাতিল, সকল ক্যাডার ও ফাংশনাল সার্ভিসে পদন্নতির সমান সুযোগ প্রদানের দাবীতে এই মানববন্ধন কর্মসূচী পালন করেন। মানববন্ধনে প্রকৃচি, বিসিএস, ২৬ ক্যাডার, নন ক্যাডার ও ফাংশনাল সার্ভিস কমিটির সভাপতি ও উপজেলা প:প: কর্মকর্তা ডা: মাওলা বকস চৌধূরী, সাধারন সম্পাদক ও উপজেলা কৃষি অফিসার মো. শামীম ইকবাল, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. মাছুম আলী প্রমুখ প্রতিপাদ্য বিষয়ের উপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন।

পাঠকের মতামত