
ঢাবি প্রতিনিধি :
মঙ্গলবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক আনুষ্ঠানিকভাবে এই ফল প্রকাশ করেন।
এসময় অন্যান্যের বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. নাসরীন আহমাদ, চারুকলা অনুষদের ডীন অধ্যাপক নিসার হোসেন, অধ্যাপক হাসিবুর রশীদ প্রমুখ উপস্থিত ছিলেন।
উপাচার্য বলেন, চারুকলা অনুষদের ভর্তি পরীক্ষা লিখিত ও অঙ্কন দুটি পর্যায়ে অনুষ্ঠিত হয়। এবারের লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করে ৭ হাজার ৩ শত ৭ জন, পরীক্ষায় অংশগ্রহণ করে ৫ হাজার ৬ শত ৩৬ জন। লিখিত পরীক্ষয় উত্তীর্ণ হয়ে অঙ্কন পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা অর্জন করে ৪৯৬ জন। এর মধ্যে অঙ্কন পরীক্ষায় অংশগ্রহণ করে ৪৬০ জন। ৪৬০ জনের মধ্যেই পাশ করেছে ১৪৯ জন।
উল্লেখ্য, চ ইউনিটে আসন সংখ্যা ১৩৫টি। উচ্চ মাধ্যমিক পরীক্ষার রোল নম্বর, বোর্ডের নাম, পাসের সন এবং মাধ্যমিক পরীক্ষার রোল নম্বর এর মাধ্যমে admission.eis.du.ac.bd ওয়েবসাইট থেকে ভর্তি পরীক্ষার ফলাফল জানা যাবে। এছাড়া যে কোনো মোবাইল ফোন থেকে DU<>Ga<>Roll টাইপ করে ১৬৩২১ নম্বরে এসএমএস পাঠালে ফিরতি এসএসএমে ফলাফল জানা যাবে।
২৮ অক্টোবর থেকে ৩ নভেম্বরের মধ্যে ওয়েবসাইটে বিস্তারিত এবং বিষয় পছন্দক্রম ফরম পূরণ করার জন্য কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে।
পাঠকের মতামত