প্রকাশিত: ২৭/১০/২০১৫ ৮:১৭ অপরাহ্ণ

sakib
স্পোর্টস ডেস্ক :
আইসিসি টেস্ট ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে এসেছে পরিবর্তন। গতকাল ঘোষিত র‌্যাঙ্কিংয়ে স্টিভেন স্মিথকে হটিয়ে ফের শীর্ষস্থান দখল করেছেন ইংলিশ ব্যাটসম্যান জো রুট। পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ও দ্বিতীয় টেস্টে দারুণ নৈপুণ্যের (৮৫, ৩৩*, ৮৮, ৭১ রান) প্রতিদান পেয়েছেন তিনি। তবে বোলারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে আছেন আগের মতো ডেল স্টেইন। তবে ক্যারিয়ার সেরা দ্বিতীয় স্থানে উঠেছেন পাকিস্তানের ডানহাতি লেগ স্পিনার ইয়াসির শাহ। তার এ অভাবনীয় সাফল্যের পেছনে কাজ করেছে দুবাই টেস্ট। ইংল্যান্ডের বিপক্ষের ওই টেস্টে তিনি ১৮০ রানে ৮ উইকেট নেন। কিন্তু অলরাউন্ডার তালিকার শীর্ষস্থান ধরে রেখেছেন বাংলাদেশী ক্রিকেটার সাকিব আল হাসান। এছাড়া তিনি আগের মতো ওয়ানডে ও টি-টোয়েন্টির অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়েও শীর্ষস্থান ধরে রেখেছেন। সর্বশেষ ঘোষিত এ র‌্যাঙ্কিংয়ে সবচেয়ে আলোড়ন সৃষ্টি করেছে পাকিস্তান। সংযুক্ত আরব আমিরাতে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম দু’টিতে তারা দারুণ নৈপুণ্য দেখিয়েছে। প্রথমটি ড্র করার পর দ্বিতীয়টি জিতেছে ১৭৮ রানে। এতে দলীয় ও খেলোয়াড় প্রতিটি ক্ষেত্রে তাদের ব্যাপক উন্নতি। দলগতভাবে টেস্ট র‌্যাঙ্কিংয়ে তারা ভারতকে টপকে চতুর্থ স্থানে উঠেছে। তাদের সামনে এখন দ্বিতীয় স্থানে ওঠার দারুণ সুযোগ। এখন তাদের পয়েন্ট ১০১। শারজায় সিরিজের শেষ টেস্টে জিতলে র‌্যাঙ্কিংয়ের দ্বিতীয় স্থানে উঠবে। ওই টেস্ট জিতলে তাদের পয়েন্ট হবে ১০৬। একই পয়েন্ট নিয়ে এখন দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়া। কিন্তু কম ম্যাচ খেলে সমান পয়েন্ট অর্জন করায় অস্ট্রেলিয়াকে হটিয়ে দ্বিতীয় স্থান দখল করবে পাকিস্তান।

পাঠকের মতামত

সিএ বাংলাদেশ কাপ গলফ টুর্নামেন্ট ২০২৫ সফলভাবে কক্সবাজারে সম্পন্ন

সিএ বাংলাদেশ কাপ গলফ টুর্নামেন্ট ২০২৫ সফলভাবে কক্সবাজারে সম্পন্ন

  সংবাদ বিজ্ঞপ্তি:: ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) এর সদস্যদের দ্বারা গঠিত সিএ ...
আবারো রেকর্ড বুকে ফরাসি ব্যাটার

আবারো রেকর্ড বুকে ফরাসি ব্যাটার

স্পোর্টস ডেস্কঃ টি-টোয়েন্টির সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ানের রেকর্ড নিজের করে নিয়েছেন ফ্রান্সের গুস্তাভ মেকেওন। এই ফরম্যাটে নিজেকে ...