প্রকাশিত: ২৬/১০/২০১৫ ৫:০৩ অপরাহ্ণ

Imam Parisad-Pic
সংবাদ বিজ্ঞপ্তি:
আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠিতব্য ‘ফিকহি সেমিনার’ উপলক্ষ্যে কক্সবাজারে কর্মরত সংবাদকর্মীদের সাথে মতবিনিময় করেছে কক্সবাজার ইমাম পরিষদ। ২৫ অক্টোবর রবিবার সকালে অনুষ্ঠিত সভায় আয়োজকরা বলেন, আমাদের পর্যন্ত দ্বীন কিভাবে এসেছে? মাযহাব কি ও কেন? নামাযে হাত উঠানো, নামাযে আমীন বলার উত্তম পদ্ধতি. ইমামের পেছনে ক্বেরাত পড়া ও বিতর নামায পড়ার পদ্ধতি নিয়ে সেমানারে আলোচনা করা হবে। এতে সকলের প্রতি দাওয়াত দিয়েছেন ইমাম পরিষদ।

এতে উপস্থিত ছিলেন ইমাম পরিষদের সভাপতি মূফতী সোলাইমান কাসেমী. সহ-সভাপতি মাওঃ নুরুল মোস্তফা. সাধারন সম্পাদক হাফেজ মাওঃ ইউনুছ ফরাজী. প্রচার সম্পাদক ক্বারী কলিমুল্লাহ. অর্থ সম্পাদক মাওঃ আতাউল করিম. মাওঃ মুহসিন শরীফ. মাওঃ আনোয়ার হোসাইন. মাওঃ শামসুল আলম. মাওঃ রহীমুল্লাহ. মাওঃ মিসবাহ প্রমুখ।

পাঠকের মতামত

উখিয়ায় শিক্ষক রিমনের ওপর হামলার ঘটনায় নিন্দার ঝড়, অপরাধীকে দ্রুত শাস্তির দাবি

উখিয়ায় শিক্ষক রিমনের ওপর হামলার ঘটনায় নিন্দার ঝড়, অপরাধীকে দ্রুত শাস্তির দাবি

নিজস্ব প্রতিবেদক:: কক্সবাজারের উখিয়া উপজেলায় একজন স্কুল শিক্ষক দুর্বৃত্তদের হামলার শিকার হয়ে গুরুতর আহত অবস্থায় ...