রোহিঙ্গা ক্যাম্পের হেড মাঝিকে কুপিয়ে হত্যা
নিজস্ব প্রতিবেদক:: কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প-২০ এর হেড মাঝিকে কুপিয়ে হত্যা করেছে অজ্ঞাত সন্ত্রাসীরা। তবে ...
ঢাকা: অবশেষে ২১তম মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ পেলেন কক্সবাজারের উখিয়ার কৃতি সন্তান মোহাম্মদ শফিউল আলম। তিনি এতদিন ভূমি মন্ত্রণালয়ে সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
সিনিয়র সচিব মো. রেয়াজুল হক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ শফিউল আলমকে মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ দেয়া হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
শফিউল আলম বাংলাদেশের ২০তম মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূঁই্ঞার স্থলাভিষিক্ত হলেন।
প্রসঙ্গত, মোহাম্মদ শফিউল আলম প্রশাসনের সবচেয়ে সিনিয়র কর্মকর্তা। তিনি এতোদিন ভূমি মন্ত্রণালয়ে সিনিয়র সচিব হিসেবে কর্মরত ছিলেন। এর আগে দীর্ঘ দিন তিনি প্রেসিডেন্টের কার্যালয়ের সচিব হিসেবেও দায়িত্ব পালন করেন।
পাঠকের মতামত