প্রকাশিত: ২৫/১০/২০১৫ ১:৪৭ অপরাহ্ণ

image_282922.mirza-fakhru (1)
অনলাইন ডেস্ক:
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি ডা: দেওয়ান সালাহউদ্দিন এবং সাভার পৌর মেয়র ও সাভার পৌর বিএনপির সভাপতি রেফাত উল্লাহকে গ্রেপ্তারে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। আজ রবিবার দেয়া এক বিবৃতিতে ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, আইন শৃঙ্খলা নিয়ন্তণে সরকারের ব্যর্থতা ঢাকতে এবং জনগণের দৃষ্টি ভিন্নখাতে নেয়ার জন্য বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালিয়ে সাজানো মামলা দায়ের ও গ্রেপ্তার করা হচ্ছে।

গ্রেপ্তারকৃত নেতা-কর্মীদের আইনী প্রতিকার পাওয়ার অধিকারটুকুও খর্ব করছে বর্তমান সরকার। জনবিচ্ছিন্ন শাসকগোষ্ঠীর হিংসাশ্রয়ী রাজনীতি ও বিরোধী দলীয় নেতা-কর্মীদেরকে রাজনৈতিক কর্মকান্ডে যুক্ত না হওয়ার জন্য ভীতি সৃষ্টিই এর একমাত্র লক্ষ্য। তারা একদলীয় শাসনকে পাকাপোক্ত করার জন্য নানামুখী অপকৌশল এঁটে যাচ্ছে। আর সেই অপকৌশলের অংশ হিসেবে সারাদেশে বিএনপি’র পূণর্গঠন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার হীন উদ্দেশ্যে বিরোধী দলীয় নেতা-কর্মীদেরকে গ্রেফতারের ধারাবাহিকতায় ডা: দেওয়ান সালাহউদ্দিন এবং রেফাত উল্লাহকে গ্রেফতার করা হয়েছে।

ফখরুল ইসলাম আলমগীর অবিলম্বে ডা: দেওয়ান সালাহউদ্দিন এবং রেফাত উল্লাহর বিরুদ্ধে দায়েরকৃত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান। এছাড়া ভারপ্রাপ্ত মহাসচিব বর্তমান অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতি গভীর উদ্বেগ প্রকাশ করে এরজন্য সরকারকে দায়ী করেন। তিনি বলেন, আইন শৃঙ্খলা বাহিনীকে যথাযথভাবে কাজে না লাগিয়ে বিএনপিসহ বিরোধী দলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে লেলিয়ে দেয়ার কারনেই বর্তমানে আইন শৃঙ্খলার ভয়াবহ অবনতি ঘটেছে। তিনি সরকারকে সুস্থ ধারায় ফিরে আসার আহবান জানান।

পাঠকের মতামত

উখিয়ায় শিক্ষক রিমনের ওপর হামলার ঘটনায় নিন্দার ঝড়, অপরাধীকে দ্রুত শাস্তির দাবি

উখিয়ায় শিক্ষক রিমনের ওপর হামলার ঘটনায় নিন্দার ঝড়, অপরাধীকে দ্রুত শাস্তির দাবি

নিজস্ব প্রতিবেদক:: কক্সবাজারের উখিয়া উপজেলায় একজন স্কুল শিক্ষক দুর্বৃত্তদের হামলার শিকার হয়ে গুরুতর আহত অবস্থায় ...