অনলাইন ডেস্ক:
মাগুরা সদর উপজেলায় পরকীয়ার জের ধরে সাইফার বিশ্বাস (৩৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। আজ রবিবার ভোরে সদরের কুচিয়ামোড়া ইউনিয়নের আসবা বিল থেকে তার ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। নিহত সাইফার সদর উপজেলার আমুড়িয়া দক্ষিপাড়ার আমজাদ বিশ্বাসের ছেলে। নিহতের ভাই আবু তাহের বিশ্বাস জানান, পরকীয়া সংক্রান্ত একটি ঘটনা নিয়ে একই গ্রামের দাউদ শিকদারের ছেলে মিঠুর সঙ্গে তার ভাই সাইফারের বিরোধ ছিল। শনিবার রাতে মিঠুর ভাই টিটু বিলে মাছ শিকারের নাম করে সাইফারকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়।
পরে শরীরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে ফেলে রেখে যায়। এ সময় সাইফার মোবাইল ফোনে তার আহত হওয়ার কথা পরিবারকে জানায়। পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছার আগেই মৃত্যু হয় সাইফারের। মাগুরা সদর থানার উপপরিদর্শক (এসআই) সালাউদ্দিন আহমেদ জানান, সাইফারের মৃতদেহ মাগুরা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পাঠকের মতামত