রোহিঙ্গা ক্যাম্পের হেড মাঝিকে কুপিয়ে হত্যা
নিজস্ব প্রতিবেদক:: কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প-২০ এর হেড মাঝিকে কুপিয়ে হত্যা করেছে অজ্ঞাত সন্ত্রাসীরা। তবে ...
অনলাইন ডেস্ক
রাজধানীর রামপুরা থেকে বিপ্লব ঘোষ (৩৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রামপুরা কুঞ্জবন এলাকার চারতলার একটি ফ্ল্যাট থেকে শনিবার দিবাগত রাত একটার দিকে লাশটি উদ্ধার করা হয়।
মৃত বিপ্লব ঘোষের বাড়ি কুমিল্লার দাউদকান্দি দক্ষিণ নগর এলাকায়। তিনি রঞ্জিত ঘোষের ছেলে বলে জানায় পুলিশ।
রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) সোমেন বড়ুয়া জানান, পূজার ছুটিতে ওই বাসার সবাই বাড়ি যান। বিপ্লব ঘোষ একা বাসায় ছিলেন। শনিবার রাতে ওই বাসা থেকে দুর্গন্ধ বের হলে প্রতিবেশীরা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে দরজা ভেঙে বিপ্লব ঘোষের পচনধরা লাশ উদ্ধার করে।
ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে তিনি জানান।
পাঠকের মতামত