প্রকাশিত: ২৫/১০/২০১৫ ১১:৩৮ পূর্বাহ্ণ

image_282899.chelsea lost
csb24.com::
অ্যান্ডি ক্যারোলের গোল জিতলো ওয়েস্ট হ্যাম। তারা চেলসিকে উপহার দিলো নির্দয় এক হার। ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন চেলসির দুর্দশা অব্যাহত রইলো। কোচ হোসে মরিনহো দেখেছেন লাল কার্ড। দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে চেলসির নেমানিয়া মাতিচকেও। দশজনের চেলসিকে ২-১ গোলে হারিয়েছে ওয়েস্ট হ্যাম।

এদিকে দুই ফ্রেঞ্চের গোলে জিতলো আর্সেনাল। তারা উঠে গেলো পয়েন্ট টেবিলের শীর্ষে। এভার্টনের বিপক্ষে ৩৬ মিনিটের সময় অলিভার গিরদ করেন প্রথম গোল। দুই মিনিটের মধ্যে ফ্রান্সের এই খেলোয়াড়ের স্বদেশী লরেন্ত কসিয়েনলি আরেকটি গোল করেন। রস বার্কলে বিরতির ঠিক আগে একটি গোল ফেরত দেন। দ্বিতীয়ার্ধে আর গোল হয়নি। ২-১ গোলে জিতেছে আর্সেনাল। ১০ ম্যাচে ২২ পয়েন্ট আর্সেনালের। ১০ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে আবার নিচের দিকে নেমে গেছে চেলসি। এখন ১৫তম তারা।

লন্ডনের ওয়েস্ট হ্যামের মাঠে খেলতে গিয়েছিল চেলসি। সেখানে ১৭ মিনিটেই জারাতে লিড এনে দেন দলকে। সেট পিস থেকে উড়ে আসা পায়েটের বলকে রুখতে পারেন নি কস্তা। সেই বলকে দ্রুত শট নিয়ে লক্ষ্যভেদ করেন জারাতে।

৪৪ মিনিটে খেলা চেলসির নাগালের বাইরে যাওয়ার উপক্রম হয়। সাখোকে ফাউল করার অপরাধে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন চেলসির মাতিচ। জন টেরি ও সেস ফ্যাব্রেগাস প্রতিবাদ করতে গিয়ে হলুদ কার্ড দেখেন। গোলকিপিং কোচ সিলভিনো লাউরোকে ডাগ আউট থেকে বের করে দেন রেফারি জন মস। ঘটনা ওখানেই শেষ না। বিরতির সময় টানেলে রেফারিদের সাথে ঝামেলায় জড়িয়ে লাল কার্ড দেখেন চেলসি কোচ মরিনহো।

বিরতির ১১ মিনিট পর স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে চেলসি। উইলিয়ানের কর্নার থেকে বল গ্যারি কাহিলের সামনে পড়ে। গোল করে সমতা আনেন কাহিল। কিন্তু ৭৯ মিনিটে জারাতের বদলী ক্যারোল হেড করে চমৎকার এক গোল করেন। তাতেই জয় পায় ওয়েস্ট হ্যাম।

পাঠকের মতামত

সিএ বাংলাদেশ কাপ গলফ টুর্নামেন্ট ২০২৫ সফলভাবে কক্সবাজারে সম্পন্ন

সিএ বাংলাদেশ কাপ গলফ টুর্নামেন্ট ২০২৫ সফলভাবে কক্সবাজারে সম্পন্ন

  সংবাদ বিজ্ঞপ্তি:: ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) এর সদস্যদের দ্বারা গঠিত সিএ ...
আবারো রেকর্ড বুকে ফরাসি ব্যাটার

আবারো রেকর্ড বুকে ফরাসি ব্যাটার

স্পোর্টস ডেস্কঃ টি-টোয়েন্টির সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ানের রেকর্ড নিজের করে নিয়েছেন ফ্রান্সের গুস্তাভ মেকেওন। এই ফরম্যাটে নিজেকে ...