অনলাইন ডেস্ক:
অনেক চেষ্টা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ভারতের সাথে দ্বিজাতি ক্রিকেট সিরিজ খেলার জন্য চেষ্টার পর চেষ্টা করে গেছে। কিন্তু পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খানের মনে হচ্ছে, সব চেষ্টাই বৃথা গেলো! তাদের সাথে ভারতের খেলার সম্ভাবনা দেখতে পাচ্ছেন না তিনি। ডিসেম্বরে প্রস্তাবিত সিরিজে ভারত না খেললে বড় একটি পদক্ষেপ নেয়ার কথা ভাবছে পিসিবি। হুমকি দিয়েছে, ভারতে অনুষ্ঠেয় আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্ব আসর বয়কটের।
গত সপ্তাহে শাহরিয়ার ভারতীয় বোর্ডের প্রেসিডেন্ট শশাঙ্ক মনোহরের আমন্ত্রণে ভারতে গিয়েছিলেন শাহরিয়ার। তারা ডিসেম্বরের সিরিজ নিয়ে আলোচনা করতে চেয়েছিলেন। কিন্তু মুম্বাইয়ে ভারতীয় বোর্ডের হেড কোয়ার্টারে হামলা চালায় শিবসেনা। তারা পাকিস্তানের সাথে কোনো খেলার আয়োজন করার বিপক্ষে। তাদের হামলার কারণে বৈঠকটা হয়নি।
ভারতের সাথে বর্তমান অবস্থার কথা জানিয়ে পাকিস্তানের প্রেসিডেন্ট নওয়াজ শরিফের কাছে একটি চিঠি পাঠিয়েছেন শাহরিয়ার। শাহরিয়ার জানিয়েছেন, তিনি জানেন ভারতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্ব আসর বর্জন করলে কি হতে পারে। কিন্তু তিনি বলেন, ভারতের নিরাপত্তা পরিস্থিতি তাদের সামনে অন্য কোনো উপায় রাখছে না।
“আমার নিজস্ব কথা হলো, আমাদের সরকারের কাছে যেতে হবে। পরিস্থিতি নিয়ে আলোচনা করতে হবে।” শাহরিয়ার বলেছেন, “আমার মনে হয় সরকার আমাদের বলবে ‘ভারতে আইসিসি টুর্নামেন্টে যাওয়ার দরকার নেই’। পাকিস্তানীদের জন্য ভারতে অনিশ্চিত পরিস্থিতির কারণে এমনটাই লাগে। সবাই পরিস্থিতি জানে। এই পরিস্থিতিতে কিভাবে যাওয়া যায়? সেখানে আমাদের জন্য যথেষ্ট নিরাপত্তা নেই।”
এর সাথে শাহরিয়ার যোগ করেন, “আইসিসি হয়তো আমাদের বলবে ‘তোমরা ম্যাচ ছেড়ে দিয়েছ’। এটা ঠিক আছে। তবে আমাদের সিদ্ধান্ত আসবে (ভারত-পাকিস্তান দ্বিজাতি সিরিজের) দরজা বন্ধ হওয়ার পর। আমার কাছে ইন্দো-পাক সিরিজের সম্ভাবনা শেষ হওয়ার কাছাকাছি।”
পাঠকের মতামত