প্রকাশিত: ২৫/১০/২০১৫ ১১:০৩ পূর্বাহ্ণ
csb24.com::
নাশকতার মামলায় সাভারের সাবেক এমপি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য দেওয়ান মো. সালাহউদ্দিন বাবুকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার গভীর রাতে রাজধানীর পরীবাগ এলাকার নিজ বাসা থেকে সালাউদ্দিন বাবুকে গ্রেফতার করে সাভার মডেল থানা পুলিশ।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান মিয়া গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা লাগাতার অবরোধ ও হরতালে গাড়িতে অগ্নিসংযোগসহ বেশকিছু নাশকতার অভিযোগে সালাউদ্দিন বাবুর বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।
সব আইনী প্রক্রিয়া শেষে রবিবার সকালে সাবেক এই এমপিকে আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি।
পাঠকের মতামত