প্রকাশিত: ২৫/১০/২০১৫ ১০:৪৫ পূর্বাহ্ণ

image_282887.rangpur
csb24.com::
রংপুরে আবাঙালি অধ্যুষিত এলাকায় যানবাহন প্রবেশে বাধা দিচ্ছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পবিত্র আশুরা উপলক্ষে ঢাকায় তাজিয়া মিছিলের প্রস্তুতিকালে হামলার ঘটনায় রংপুর নগরীর আটকে পড়া পাকিস্তানি ক্যাম্পে টানটান উত্তেজনা বিরাজ করায় রবিবার সকালেও এ সড়ক দিয়ে কোনো যানবাহন ঢুকতে দেওয়া হচ্ছে না।
রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার জয়নুল জানান, পবিত্র আশুরা উপলক্ষে ঢাকায় তাজিয়া মিছিলে হামলার ঘটনায় রংপুরে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে শনিবার থেকে পুলিশ চেকপোস্ট বসানো হয়েছে। নগরীর শাপলা চত্বর থেকে স্টেশন রোড পর্যন্ত সকাল থেকে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। সড়কে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তামূলক ব্যবস্থা। টহল দিচ্ছেন পুলিশ-বিজিবির সদস্যরা। নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।

রংপুরের জেলা প্রশাসক রাহাত আনোয়ার সাংবাদিকদের জানান, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সদস্যদের পাশাপাশি দুই প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

পাঠকের মতামত