প্রকাশিত: ২৪/১০/২০১৫ ৮:৪২ অপরাহ্ণ
অসহযোগ আন্দোলনের নামে ত্রাস সৃষ্টি করে শান্তি চুক্তি বাস্তবায়ন করা সম্ভব নয়: বৃষ কেতু চাকমা

Jurachari Pic-24-10-15-04
জুঁই চাকমা,রাঙামাটি :: অসহযোগ আন্দোলনের নামে পার্বত্য এলাকায় ত্রাস সৃষ্টি করে শান্তি চুক্তি বাস্তবায়ন করা সম্ভব নয়। শান্তি চুক্তি বাস্তবায়ন একটি চলমান প্রক্রিয়া। পার্বত্য বাসীর শান্তি প্রতিষ্ঠায় আওয়ামী লীগ সরকার শান্তি চুক্তি করেছে এবং এ চুক্তির পূর্ন বাস্তবায়ন আওয়ামী লীগ সরকারই করবে।

শনিবার জুরাছড়ি উপজেলায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ কর্তৃক ৫০ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত বিশ্রামাগার উদ্ভোধন শেষে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত বিশ্রামাগারের হল কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্যে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা এ কথা বলেন।

এ সময় তিনি পার্বত্য আঞ্চলিক সংগঠনের নেতা-কর্মীদের উদ্দেশ্য করে বলেন, অস্ত্রের রাজনীতি ছেড়ে সরকারের উন্নয়ন ও চুক্তির পূর্ন বাস্তবায়নে সহযোগিতায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

জুরাছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান প্রবর্ত্তক চাকমার সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য হাজি মোঃ মুছা মাতব্বর, অমিত চাকমা রাজু, রেমলিয়ানা পাংখোয়া, জ্ঞানেন্দু বিকাশ চাকমা, জুরাছড়ি উপজেলা আওয়ামীগের সাধারণ সম্পাদক প্রমথ কান্তি চাকমা, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা মিতা চাকমা, জুরাছড়ি মৈদং ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান বরুন তালুকদার, উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক ও কুসুমছড়ি মেীজার হেডম্যান মায়ানন্দ দেওয়ান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লাল বিহারী চাকমা, বনবিহারী চাকমা উপজেলা আওয়ামী লীগের প্রাক্তন সভাপতি, উপজেলা ছাত্রলীগের সভাপতি রিকো চাকমা প্রমূখ।

সভায় চেয়ারম্যান বলেন, সমাজের সার্বিক উন্নয়নে স্থানীয় আঞ্চলিক রাজনৈতিক প্রতিনিধি ও স্থানীয় জনগনদের এগিয়ে আসতে হবে। উন্নয়নের পূর্বশর্ত শান্তি ও সম-মনা সহযোগিতা। পারস্পপরিক সহযোগিতার মাধ্যমে সমাজ তথা দেশের উন্নয়ন করা সম্ভব।

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য হাজি মোঃ মুছা মাতব্বর বলেন, পার্বত্যবাসি বিগত সংসদ নির্বাচনে বহু আশা-প্রত্যাশা নিয়ে জনসংহতি সমিতির মনোনিত প্রার্থী ঊষাতন তালুকদারকে বিপুল ভোটে জয়ী করেছে। কিন্ত এখন সে আশা-প্রত্যাশা যেন একটি দুঃস্বপ্ন ! সুষম উন্নয়নের নামে হচ্ছে পার্বত্য চট্টগ্রাম জুড়ে চাঁদা বাজি, অস্ত্রের গোলাবারুদে পাহাড় এখন দিশেহারা।

পাঠকের মতামত