প্রকাশিত: ২৪/১০/২০১৫ ৮:২৭ অপরাহ্ণ
পূর্বরত্না বৌদ্ধ যুব ঐক্য পরিষদের কার্যকরী কমিটি গঠিত

আলোকিত মনুষ্যত্বের সন্ধানে–

PBJAP
প্রেস বিজ্ঞপ্তি ॥
উখিয়া উপজেলার স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন পূর্বরত্না বৌদ্ধ যুব ঐক্য পরিষদের ১ যুগ পূর্তি ও সার্বজনীন বোধিরতœ ভাবনা কেন্দ্র পরিচালনায় নতুন কার্যকরী কমিটি গঠনের লক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ অক্টোবর সকাল ৯টায় পূর্বরত্না সার্বজনীন বোধিরতœ ভাবনা কেন্দ্রে পরিষদের আহবায়ক বাপ্পু বড়ুয়ার সভাপতিত্বে ও যুগ্ন আহবায়ক রুবেল বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে শিশু বড়ুয়াকে সভাপতি ও পলাশ বড়ুয়াকে সাধারণ সম্পাদক পদে ঘোষণা করা হয়েছে। তাছাড়া সহ-সভাপতি পদে বাপ্পু বড়ুয়া ও আদর্শ বড়ুয়া, যুগ্ন-সাধারণ সম্পাদক পদে নকুল বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক পদে পিকু বড়ুয়া, অর্থ সম্পাদক পদে সুকেল বড়ুয়া, ক্রীড়া সম্পাদক পদে সংকুমার বড়ুয়া, দপ্তর সম্পাদক পদে রুবেল বড়ুয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে রিপন বড়ুয়া চুরু, সহ-প্রচার প্রকাশনা সম্পাদক পদে রানা বড়ুয়া ও কার্যকরী সদস্য পদে যথাক্রমে- বিজন বড়ুয়া ও জুয়েল বড়ুয়া সহ মোট ১৩ সদস্যের একটি পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। এ সময় আহবায়ক বাপ্পু বড়ুয়া বলেন, সুস্থ মনুষ্যত্ব বিকাশে অসম্প্রদায়িক চিন্তা চেতনায় দেশের সকল যুব সমাজকে পূর্বরতœা বৌদ্ধ যুব ঐক্য পরিষদের ন্যায় আলোকিত মনুষ্যত্বের সন্ধানে শ্লোগানকে সামনে রেখে সুশৃঙ্খল জীবন গঠনে যুব সমাজের প্রতি আহবান জানান। পাশাপাশি পরিষদের নব গঠিত কমিটির কর্মকর্তাদের সার্বজনীন বোধিরতœ ভাবনা কেন্দ্র পরিচালনায় সার্বিক উন্নয়ন তথা সুশৃঙ্খল পরিবেশ রক্ষায় সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সুবেল বড়ুয়া, রকি বড়ুয়া, যীশু বড়ুয়া, আদর্শ বড়ুয়া-২, কল্যাণ বড়ুয়া, ইমন বড়ুয়া, রূপন বড়ুয়া, ছোটন বড়–য়া, বিপসেন বড়ুয়া, সুমল বড়ুয়া, শিমুল বড়–য়া উনন, সুকুমার বড়ুয়া, খোকন বড়–য়া, সমর বড়–য়া, মিলন বড়–য়া, শিপু বড়ুয়া, প্রণব বড়–য়া, আনন্দ বড়ুয়া, বিজন বড়ুয়া, উদয়ন বড়ুয়া, শৈবাল বড়ুয়া, বাপ্পু বড়ুয়া, বাপ্পা বড়–য়া সহ প্রমুখ সদস্য বৃন্দ। সভার শুরুতে পবিত্র ত্রিপিটক থেকে পাঠ করেন কল্যাণ বড়ুয়া।

পাঠকের মতামত

উখিয়ায় বৈদ্যুতিক ট্রান্সফর্মার চুরি করতে গিয়ে একজনের মৃত্যু

নিহতের জিহ্বা কেটে পালিয়েছে সহযোগীরাউখিয়ায় বৈদ্যুতিক ট্রান্সফর্মার চুরি করতে গিয়ে একজনের মৃত্যু

  পলাশ বড়ুয়া:: কক্সবাজারের উখিয়ায় ট্রান্সফর্মার চুরি করতে গিয়ে বৈদ্যুতিক খুঁটি থেকে পড়ে একজনের মৃত্যু ...