প্রকাশিত: ২৩/১০/২০১৫ ৬:৪১ অপরাহ্ণ
টেকনাফে সাড়ে ৩৪ লক্ষ টাকার ইয়াবাসহ মৌলভী আটক

Teknaf Pic 23-10-15

সাদ্দাম হোসাইন, হ্নীলা ॥
টেকনাফে বিজিবি জওয়ানেরা অভিযান চালিয়ে সাড়ে ৩৪ লক্ষ টাকা মূল্যমানের সাড়ে ১১হাজার ইয়াবা বড়িসহ ১মৌলভীকে আটক করেছে।

সুত্র জানায়, ২৩ অক্টোবর সকাল ৭টারদিকে টেকনাফ ৪২ বিজিবি ব্যাটেলিয়নের দমদমিয়া চেকপোষ্টের হাবিলদার নওশের আলীর নেতৃত্বে টেকনাফ হতে কক্সবাজার গামি স্পেশাল সার্ভিস (কক্সবাজার-জ-১১-০১৮৮) বাসে আরোহিত যাত্রীর দেহ তল্লাশী করে ৩৪লাখ ৩৫হাজার ৬শ টাকা মূল্যমানের পায়ে পরিহিত জুতার ভিতর হতে ২হাজার পিস, মলদ্বারের ভিতর হতে ৪শ ৫২ পিস এবং হাতে থাকা কিতাবের ভিতর হতে ৯শ পিস সর্বমোট ১১হাজার ৪শ ৫২ পিস ইয়াবাসহ হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী নাসর পাড়া এলাকার ধানু মিয়ার পুত্র মৌলভী মোঃ ইসমাইল (২২)কে আটক করে।

টেকনাফ ৪২ বর্ডার র্গাড ব্যাটালয়ান অধিনায়ক লেঃ কর্ণেল আবু জার আল জাহিদ অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে ধৃত আসামীকে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।

পাঠকের মতামত

উখিয়ায় বৈদ্যুতিক ট্রান্সফর্মার চুরি করতে গিয়ে একজনের মৃত্যু

নিহতের জিহ্বা কেটে পালিয়েছে সহযোগীরাউখিয়ায় বৈদ্যুতিক ট্রান্সফর্মার চুরি করতে গিয়ে একজনের মৃত্যু

  পলাশ বড়ুয়া:: কক্সবাজারের উখিয়ায় ট্রান্সফর্মার চুরি করতে গিয়ে বৈদ্যুতিক খুঁটি থেকে পড়ে একজনের মৃত্যু ...