প্রকাশিত: ২২/১০/২০১৫ ৮:৫২ অপরাহ্ণ
জনগণই অশুভ শক্তিকে প্রতিহত করবে : স্বাস্থ্যমন্ত্রী

65580_nasim
অনলাইন ডেস্ক:
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, জামায়াত-শিবির মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা বিরোধ ছিল। এরা দেশের জন্য অশুভ শক্তি। এই অশুভ শক্তিকে একটি রাজনৈতিক দল মদদ দিয়ে দেশকে অস্থিতিশীল করতে নানা ষড়যন্ত্র ও চক্রান্তে মাঠে নেমেছে। কিন্তু আওয়ামী লীগের পরীক্ষিত নেতাকর্মী এবং জনগণই এই শুভ শক্তিকে প্রতিহত করবেই।

বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জের বিভিন্ন উন্নযনমূলক কর্মকাণ্ড পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের যে কোন অর্জন ও উন্নয়ন তারা সহ্য করতে পারে না। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যখন দেশের উন্নয়নে বিশ্ব দরবারে নন্দিত হচ্ছেন, স্বাস্থ্য ও মাতৃসেবা, পরিবেশ উন্নয়ন এবং আইসিটি উন্নয়নে পুরস্কৃত হচ্ছেন। ঠিক তখনই সে অশুভ শক্তির প্রেতাত্মরা মাঠে নেমেছেন। দেশকে অস্থিতিশীল করার জন্য বাংলাদেশে বসবাসরত বিদেশীদের হত্যার মতো জঘন্য কাজে লিপ্ত হয়েছেন। তিনি বলেন, যারাই দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা ব্যাহত করার চেষ্টা করবে তাদেরকে কঠোর হস্তে দমন করা হবে।

দুপুরে মোহাম্মদ নাসিম সদর উপজেলার খোকসাবাড়িতে ১০শয্যা বিশিষ্ট উপস্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন করেন। এরপর রতনকান্দি ইউনিয়নের বাহুকায় নদী ভাঙ্গন এলাকা এবং কাজিপুরের সীমান্ত বাজারে স্বাস্থ্য বিভাগের নির্মাণাধীণ আইএচিটি ভবনের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন।

এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান দুদু, স্বাস্থ্য্য প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী মনিরুজ্জামান মিঞা, পাউবোর নির্বাহী প্রকৌশলী সৈয়দ হাসান ইমাম ও ডেপুটি সিভিল সার্জন ডা. আশরাফ উদ্দিন উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত