
এ রায়হান চৌধূরী রকি, আটোয়ারী (পঞ্চগড়):: ছাত্রলীগের অফিসঘর দখল, বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ছিড়ে ফেলার অপরাধে আটোয়ারী থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার আরজী ও পুলিশ সুত্রে জানাগেছে, মঙ্গলবার উপজেলার বলরাপুর লীলার মেলা বাজার সংলগ্ন ইউনিয়ন ছাত্রলীগের অফিসঘর ওই দিন সকালে এলাকার হকিকুল ইসলাম কয়েকজন সহযোগিসহ বলরামপুর ইউনিয়ন ছাত্রলীগের অফিস ঘর দখল করে এবং ঘরের ভেতর টাঙ্গানো বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি নামিয়ে ছিড়ে ফেলে এবং পদদলিত করে। এঘটনায় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোস্তাকিন বাদী হয়ে ৬ জনের নাম উলেখ করে আরো অজ্ঞাত নামা বেশ কয়েজনের নামে আটোয়ারী থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করেন। তাৎক্ষনিক পুলিশ এঘটনায় জড়িত এজাহার নামীয় ৪ জনকে গ্রেফতার করে গতকাল বুধবার (২১ অক্টোবর) জেল হাজতে পাঠিয়েছে। তারা হলেন হকিকুল ইসলাম, স্ত্রী সুলতানা বেগম (৪৫), ছোটভাই আব্দুল মোতালেব (৩৫) ও তার স্ত্রী রাজিয়া বেগম (২৫)। এ সময় তারা মোতালেবের তিন বছরের শিশু সন্তান রাহাত হাসানকেও নিয়ে আসে। আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম মামলা দায়েরের সত্যতা শিকার করেন।
এদিকে এলাকাবাসী ও অভিযুক্ত পরিবারের দাবী, দীর্ঘ দিন হতে হকিকুল ওই জায়গায় সাইকেল মেকারের দোকান করত। স¯প্রতি তিনি দোকান ঘর বন্ধ রাখলে উপজেলার বলরামপুর ইউনিয়ন ছাত্রলীগের নেতা কর্মীরা ইউনিয়ন ছাত্রলীগের সাইনবোর্ড লাগিয়ে দেয় এবং পরিকল্পিতভাবে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ছিড়ে মামলা দায়ের করে।
অপরদিকে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আব্দুলাহ আল মামুন বলেন, ঘরটা পড়েই ছিল। এটা ইউনিয়ন পরিষদের জায়গা। এক মাস আগে আমরা সাইনবোর্ড তুলেছি এবং তালা লাগিয়েছি। ঘটনার সময় আমি ছিলাম না। তবে শুনেছি হকিকুল ইসলাম ও তার পরিবার মিলে বঙ্গবন্ধুর ছবি অবমাননা করেছে।’
লীলার মেলা বণিক সমিতির সভাপতি হবিবর রহমানসহ আশে পাশের দোকানদাররা জানান, ‘হকিকুল ইসলাম এখানে দোকান করে আসছিলেন। সম্প্রতি ছাত্রলীগের নেতাকর্মীরা হকিকুলের দোকান দখল করে সাইনবোর্ড টাঙ্গিয়ে দেয় এবং দোকানের ভেতরে বঙ্গবন্ধুর ছবি লাগিয়ে দেয়।
স্থানীয় সাংসদ নাজমুল হক প্রধান বলেন,‘ লীলার মেলায় পুজা মন্ডপ পরিদর্শনে গেলে স্থানীয়রা ঘটনাটি জানিয়েছেন। বঙ্গবন্ধুর ছবি নিয়ে ছাত্রলীগের অপরাজনীতি সত্যি দুঃখজনক। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেয়ার জন্য পুলিশকে বলেছি।’
পাঠকের মতামত