
নজরুল ইসলাম লাভলু, কাপ্তাই:
রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য শান্তনা চাকমা গত বুধবার রাতে কাপ্তাই উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন। মন্ডপ পরিদর্শন কালে তিনি পূজা উদযাপন কমিটি ও আগত পূজারীদের সাথে মত বিনিময় সহ সার্বিক আইন শৃংখলা পরিস্থিতি নিয়ে কথা বলেন। পূজা কমিটি ও পূজারীগণ বর্তমান শারদীয় দূর্গা উৎসব অত্যন্ত শান্তিপূর্ণ ও আনন্দ উৎসব পরিবেশে উদযাপিত করছেন বলে জানান। তারা আরও বলেন, বিজিবি-পুলিশ-আনসার বাহিনীর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করায় শান্তিপূর্ণ পরিবেশে পূর্জা উদযাপন করা সম্ভব হচ্ছে। নিরাপত্তার কাজে জড়িত সকল বাহিনীর সদস্যকে শান্তনা চাকমা ধন্যবাদ জানান। পূজায় লক্ষণীয় বিষয় হলো সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠান হলেও অনুষ্ঠান দেখার জন্য অন্যান্য ধর্মাবম্বীরাও একত্রিত হচ্ছে। শান্তনা চাকমার সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগ নেতা দিপ্তীময় তালুকদার, মো. ফরিদ উদ্দিন, উপজেলা কৃষকলীগ নেতা সুজিত তালুকদার, সাবেক ছাত্রলীগ নেতা জুয়েল তনচংঙ্গ্যা, এসইউ চৌধুরী সেলিম, যুবলীগ নেতা আব্দুল হাই খোকন, অমল কান্তি দে। এসময় আরও উপস্থিত ছিলেন রাইখালীর শ্রী শ্রী ত্রিপুরা সুন্দরী কালী মন্দির পরিচালনা কমিটির প্রীতিশ চন্দ্র দে কাজল, তপন কান্তি দে, টিটু কান্তি দেব, মনোতোষ চৌধুরী, কমল সরকার, আ’লীগ নেতা ইউসুফ কার্বারী, কৃষকলীগ নেতা সম্ভু, তাপস দে, সুবর্ণ ভট্টাচার্য্য, দিপক কান্তি ভট্টাচার্য্য, বারঘোনা শ্রী শ্রী হরি মন্দির কমিটির সভাপতি স্বপন কুমার সরকার, সাধারণ সম্পাদক রতন কুমার মল্লিক, সহ সভাপতি সাধন কুমার মল্লিক, যুগ্ম সম্পাদক জগবন্দু মল্লিক, সাংস্কৃতিক সম্পাদক দীপু মল্লিক, কাপ্তাই লক গেইট শ্রী শ্রী জয়কালি মন্দির কমিটির সভাপতি সমলেন্দু দাশ, সাধারণ সম্পাদক সাগর চক্রবর্তী, আ’লীগ নেতা ইব্রাহিম খলিল, কাজী মাকসুদুর রহমান বাবুল, ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ, যুবলীগ নেতা নাসির উদ্দিন, শীলছড়ি রাম সীতা সংঘ লোকনাথ মন্দির কমিটির সমর মল্লিক, বাবুল ঘোষ, সুনীল দাশ, অনীল চৌধুরী, সুভাষ দাশ, ইউপি সদস্য মাহাবুব আলম, মিনুপ্রু মারমা, আ’লীগ নেতা শফিউল আলম খোকন প্রমুখ।
পাঠকের মতামত