প্রকাশিত: ২২/১০/২০১৫ ১:০৬ অপরাহ্ণ

image_281987.dinajpur map
অনলাইন ডেস্ক
দিনাজপুর সদর উপজেলার গোপালগঞ্জ এলাকায় ট্রাক ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো চারজন।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খালিকুজ্জামান জানান, দুপুরে গোপালগঞ্জ এলাকায় একটি ট্রাক ও শ্যালো ইঞ্জিন চালিত নসিমনের মধ্যে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তুহিন নামে এক নসিমন যাত্রী মারা যান। এসময় আহত হন আরো ছয়জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর আরো দু’জনের মৃত্যু হয়।

পাঠকের মতামত