
অনলাইন ডেস্ক
এবার কোচির চলচ্চিত্র উৎসব এলআইএফএফ-এ ‘সিনেমা ফর উইম্যান’ বিভাগে প্রবেশ করল ‘রাজকাহিনী’। মুক্তির এক সপ্তাহের মধ্যেই সৃজিৎ মুখোপাধ্যায়ের এ ছবির মুকুটে স্বীকৃতির পালক জুড়লো। ইতোমধ্যেই ছবিটি নানামহলে দর্শকের প্রশংসা পেয়েছে।
‘রাজকাহিনী’ নারীদের ছবি। একইসঙ্গে এর পটভূমিকায় রয়েছে দেশভাগের ইতিহাস। এক অমানবিক রাজনৈতিক সিদ্ধান্ত কীভবে কিছু প্রান্তিক রমণীক জীবনে বিপর্যয় নামিয়ে এনেছেলি ‘রাজকাহিনী’-তে তাই তুলে ধরা হয়েছে। দেশভাগ নিয়ে ইতিহাসে যা আছে, তার বাইরেও রয়ে যায় আরও অনেক গল্প। এই ছবিতে সৃজিৎ প্রান্তিক রমণীদের লড়াইয়ের মধ্যে সেই অলিখিত ইতিহাসকে দেখানোর চেষ্টা করেছেন।
‘রাজকাহিনী’ ছবিতে অভিনয় করেছেন জয়া আহসান, ঋতুপর্ণা সেনগুপ্ত, আবির চট্টোপাধ্যায়, যীশু সেনগুপ্ত, কাঞ্চন মল্লিক, ইন্দনীল ঘোষ, নাইজেল আকারা, প্রিয়াঙ্কা, পার্নো মিত্র, সোহিনী, সুদীপ্তা, সায়নী, ত্রিধা, ঋদ্ধিমা ও কৌশিক।
পাঠকের মতামত