প্রকাশিত: ২২/১০/২০১৫ ১২:৫৯ অপরাহ্ণ

image_281985.kalshi map
অনলাইন ডেস্ক:
গতীরোধকের দাবিতে রাজধানীর কালশী এলাকায় রাস্তা বন্ধ করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। কালশীতে বুধবার বাসচাপায় শারমিন আক্তার (১৮) নামে এক শিক্ষার্থী নিহত হওয়ার পর তাৎক্ষণিক সড়ক অবরোধ করেন এলাকাবাসী। এর পর বৃহস্পতিবার সকাল থেকে পুনরায় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা।
ক্যান্টনমেন্ট থানার উপ-পরিদর্শক (এসআই) রিয়াদ আহমেদ সাংবাদিকদের জানান, স্পিডব্রেকারের দাবিতে সড়কে অবস্থান নিয়েছেন স্থানীয়রা। তবে তারা বেশিক্ষণ থাকবেন না। তাদের বোঝানোর চেষ্টা চলছে। দ্রুত সড়কে যান চলাচল স্বাভাবিক হবে।
ডিএমপির ক্যান্টনমেন্ট জোনের সহকারী কমিশনার (এসি) কুদরত-ই-খুদা জানান, বুধবার দ্রুতগতির যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় এক শিক্ষার্থী আহত হন। পরে স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়। ওই শিক্ষার্থীর মৃত্যুর প্রতিবাদে তাৎক্ষণিক কালশী সড়কটি অবরোধ করেন স্থানীয়রা। প্রায় দুই ঘণ্টা ওই সড়ক দিয়ে যান চলাচল বন্ধ থাকার পর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তা স্বাভাবিক হয়।

পাঠকের মতামত