csb24.com::
রাজধানীর একটি হোটেলে আজ বৃহস্পতিবার সকালে শুরু হয়েছে বাংলাদেশে প্রিমিয়ার লিগের (বিপিএল) খেলোয়াড়দের নিলাম। প্লেয়ার্স বাই চয়েজ পদ্ধতিতে খেলোয়াড় কেনা চলছে। এর মধ্যে বেশ কিছু খেলোয়াড় দল পেয়ে গেছেন। তার মধ্যে জাতীয় দলের ব্যাটসম্যান সৌম্য সরকারকে দলে টেনেছে রংপুর রাইডার্স। আরেক জাতীয় পেসার মুস্তাফিজুর রহমানকে দলে পেয়েছে ঢাকা ডিনামাইটস। চিটাগাং ভাইকিংস কিনেছে তাসকিন আহমেদকে।
এবারের আসরের জন্য এখন পর্যন্ত বেশ কয়েকজন খেলোয়াড় বিক্রি হয়েছেন। তাদের মধ্যে চিটাগাং কিনেছে অল রাউন্ডার জিয়াউর রহমান, পেসার তাসকিন আহমেদ ও ব্যাটসম্যান এনামুল হককে।
ঢাকা ডিনামাইটস দলে পেয়েছে স্পিনার মোশাররফ রুবেল, পেসার মুস্তাফিজ ও অল রাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকতকে।
সিলেট সুপারস্টার্স দলে টেনেছে স্পিনার আব্দুর রাজ্জাক, ব্যাটসম্যান মুমিনুল হক ও পেসার রুবেল হোসেনকে।
কুমিল্লা ভিক্টোরিয়ান্সে নাম লিখিয়েছেন অল রাউন্ডার শুভাগত হোম, ব্যাটসম্যান ইমরুল কায়েস ও উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন দাস।
রংপুর রাইডার্স কিনেছে উইকেটকিপার ব্যাটসম্যান মোহাম্মদ মিথুন, স্পিনার আরাফাত সানি ও ব্যাটসম্যান সৌম্যকে।
বরিশাল বুলসের হয়েছেন স্পিনার সোহাগ গাজী ও ব্যাটসম্যান সাব্বির রহমান।
মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ, নাসির হোসেন, তামিম ইকবাল ও মুশফিকুর রহিমকে নিয়ে গড়া আইকন ক্রিকেটারদের ভাগ্য নির্ধারিত হবে নিলামে।
পাঠকের মতামত