প্রকাশিত: ২২/১০/২০১৫ ১২:২৮ অপরাহ্ণ
csb24.com::
নাটোরের সিংড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে নিহত হয়েছে একজন। বৃহস্পতিবার সকালে সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের তিরোইল গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, সকাল ৮টার দিকে তিরাইল গ্রামে শফিকুল ইসলামের নির্বাচনী প্রচারণার পোস্টার ছেড়াকে কেন্দ্র করে আরিফ গ্রুপ ও জিন্নাহ গ্রুপের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এক পর্যায়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে জিন্নাহ গ্রুপের সমর্থক হান্নান নামে এক যুবকের মৃত্যু হয়।
উপজেলার ডাহিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আরিফুর রহমানের সঙ্গে স্থানীয় আওয়ামী লীগ নেতা মোহাম্মদ জিন্নাহর দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। তারা দু’জনেই সিংড়া উপজেলা পরিষদের আসন্ন উপ নির্বাচনে আওয়ামী লীগের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী শফিকুল ইসলামের সমর্থক বলেও জানান তিনি।
পাঠকের মতামত