প্রকাশিত: ২২/১০/২০১৫ ১২:২৪ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক
রাজধানীর মোহাম্মদপুরে ট্রাকচাপায় এক কিশোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কিশোর মো. মরণ আলী মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি হাসাইল গ্রামের আমির হোসেনের ছেলে। সে রাজধানীর আদাবরে ভাড়া বাসায় থাকতো।
জানা যায়, আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় একটি ট্রাক (ঢাকা মেট্রো-ড-৬৫২১) মরণ আলীকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
পাঠকের মতামত