প্রকাশিত: ২২/১০/২০১৫ ১১:৫৬ পূর্বাহ্ণ

image_281977.munshiganj
অনলাইন ডেস্ক:
২৪ ঘণ্টা পানিতে ভেসে থেকে রেকর্ড গড়লেন মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ইসমানির চরের হাফিজ আহমেদ ভুলু ও জালাল আহমেদ। বুধবার বিকেল ৪টায় তারা এই রেকর্ড গড়েন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবা বিলকিস হাফিজ আহমেদ ভুলু ও জালাল আহমেদের হাতে পুরস্কার তুলে দেন। এর কিছুক্ষণ পরই জালাল অসুস্থ হয়ে পড়লে তাকে ভবেরচর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এসব তথ্য দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবা বিলকিস জানান, মঙ্গলবার বিকেল ৪টায় এলাকাবাসীর আয়োজনে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে পানিতে মাথা না ভিজিয়ে ফুলদি নদীতে ভেসে থেকে রেকর্ড গড়তে পানিতে নামেন তিনি। হাফিজের এই চেষ্টাতে উৎসাহ যোগাতে রসুলপুর খেয়াঘাট ও ফুলদী নদীর দুই পাড়ে জমা হন হাজারো মানুষ। তবে এটি হাফিজের একক পানিতে মাথা না ভিজিয়ে থাকার অনুষ্ঠান হলেও অবশেষে এটি পরিণত হয় প্রতিযোগিতায়। হাফিজের সাথে আরো বেশ কয়েকজন পানিতে নেমে পড়ে ভেসে থাকতে।
তবে কেউই ২৪ ঘণ্টা ভেসে থাকতে পারেনি। পানিতে ভেসে থেকেই ২৪ ঘন্টার খাওয়া-দাওয়াও সারেন হাফিজ ও জালাল। তাদের ইচ্ছা, পর্যায়ক্রমে আরো দীর্ঘ সময় নিয়ে তিনি ঠাঁইহীন পানিতে থাকার চেষ্টা করবেন এবং এক সময় গ্রীনিজ বুকে নিজের নাম লিখিয়ে রেকর্ড গড়ার। হাফিজ স্থানীয় ইসমানির চর গ্রামের ও জালাল স্থানীয় ঘোষাইচরের বাসিন্দা।
গজারিয়া থানার ওসি মো. হেদায়েতুল ইসলাম ভূঁইয়া জানান, বিষয়টি আত্মঘাতীমূলক হওয়া সত্ত্বেও থানা পুলিশকে কেউ অবহতি করেননি। এই নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেন। তারপরেও ঘটনাস্থলে তিনি নিজের বিবেক ও দায়িত্বের তাগিদে উপস্থিত ছিলেন। সার্বক্ষণিক পুলিশ পাঠিয়ে সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেছেন।
এদিকে মঙ্গলবার এই ভেসে থাকা অনুষ্ঠানের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য এডভোকেট মৃনাল কান্তি দাস। এছাড়া সংশ্লিষ্ট উপজেলা চেয়ারম্যান রেফায়েত উল্লাহ খান তোতা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবা বিলকিসও উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত