প্রকাশিত: ২২/১০/২০১৫ ১১:৫২ পূর্বাহ্ণ

image_281978.de bruin
csb24.com::
নিজেদের মাঠে খেলা। ম্যানচেস্টারের ইতিহাদ স্টেডিয়ামে পিছিয়ে ছিল ম্যানচেস্টার সিটি। ইংলিশ লিগে পয়েন্ট টেবিলের শীর্ষ দলটি ভাগ্যের জোর সহায়তা পেলো বুধবার। আত্মঘাতী গোলে সমতায় আসতে পারে তারা। এরপর স্টপেজ টাইমে ৫৫ মিলিয়ন পাউন্ডের খেলোয়াড় কেভিন ডি ব্রুইন করেছেন জয়সূচক গোল। স্প্যানিশ দল সেভিয়াকে তাই হারতে হয়েছে। চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ২-১ গোলে সেভিয়াকে হারিয়েছে ম্যানসিটি।

একই রাতে বরুসিয়া মোয়েনশেনগ্লাডব্যাচের সাথে গোলশুন্য ড্র করেছে জুভেন্তাস। গত আসরের ফাইনালিস্ট ইতালিয়ান ক্লাব জুভেন্তাস ‘ডি’ গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষ দল। ৩ খেলায় তাদের পয়েন্ট ৭। ম্যানচেস্টার সিটি ৭ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে। সেভিয়ার পয়েন্ট ৩।

ম্যানসিটি খেলেছে দাভিদ সিলভা, সার্জিও আগুয়েরো ও ভিনসেন্ট কোম্পানিকে ছাড়াই। তবে রহিম স্টার্লিং ও ডি ব্রুইনের মধ্যে বোঝাপড়াটা ভালো ছিল। অবশ্য ৩০ মিনিটে সেভিয়া পেয়ে যায় গোল। সিটির ডিফেন্স ভাঙে। ইউক্রেনের খেলোয়াড় ইয়েভহেন কোনোপ্লিয়াঙ্কা লিড এনে দেন সেভিয়াকে। ৩০ মিনিটে গোলটি আসে।

স্বাগতিক দর্শকরা একটু দমে যায়। ৩৬ মিনিটে তারা প্রাণ ফিরে পায়। ইয়াইয়া তোরে একটি বল পাঠান স্টার্লিংকে। স্টার্লিংযের শট ঠেকাতে গিয়ে বলটাকে সেভিয়ার রামি ঢুকিয়ে দেন জালে।

দ্বিতীয়ার্ধে ম্যানসিটি আরো আক্রমণাত্মক হয়ে ওঠে। তবে গোলের সুযোগ আগে আসে সেভিয়ার কাছে। তারা সুযোগটা কাজে লাগাতে পারেনি। এভাবে আক্রমণ পাল্টা আক্রমণে খেলায় শেষের পথে চলে যায়। খেলার শেষ মিনিটে তোরের সহায়তায় জয়ের গোলটি করে সেভিয়ার হৃদয় ভেঙে দেন ডি ব্রুইন।

পাঠকের মতামত

সিএ বাংলাদেশ কাপ গলফ টুর্নামেন্ট ২০২৫ সফলভাবে কক্সবাজারে সম্পন্ন

সিএ বাংলাদেশ কাপ গলফ টুর্নামেন্ট ২০২৫ সফলভাবে কক্সবাজারে সম্পন্ন

  সংবাদ বিজ্ঞপ্তি:: ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) এর সদস্যদের দ্বারা গঠিত সিএ ...
আবারো রেকর্ড বুকে ফরাসি ব্যাটার

আবারো রেকর্ড বুকে ফরাসি ব্যাটার

স্পোর্টস ডেস্কঃ টি-টোয়েন্টির সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ানের রেকর্ড নিজের করে নিয়েছেন ফ্রান্সের গুস্তাভ মেকেওন। এই ফরম্যাটে নিজেকে ...