প্রকাশিত: ২২/১০/২০১৫ ১১:০৭ পূর্বাহ্ণ

আবদুর রাজ্জাক,(মহেশখালী)ঃ
৩য় দফায় মহেশখালী পৌরসভার নির্বাচনে মেয়র,কাউন্সিলর ও মহিলা কাউন্সিলর পদের প্রার্থীরা সরকার দলীয় মনোনয়নের পেতে ইতিমধ্যে আওয়ামীলীগের নেতাকর্মিরা দৌড় ঝোপ শুরু করে দিয়েছেন। মাঠ পযর্েিয় নির্বাচনে অংশ নিতে ইতিমধ্যে আওয়ামীলীগের একাধিক প্রাথী ও নতুন মূখর্ লক্ষ্য করা গেছে। মেয়র পদে সরকার দলে যেমন নতুন নাম তেমনী বিএনপির মনোনয়ন প্রত্যাশি একাধিক প্রাথী ও নতুন মূখ লক্ষ্য করা গেছে । শেষ সময়ে কোন দলে স্থান না হওয়ার চরম হতশা ও আশংকায় জাতীয় পার্টি সহ নানা দলের কাছে ভিড়তে জোর লভিং শুরু করেছে মহেশখালী পৌর সভার অনেক প্রার্থী । একই সাথে উপজেলা অন্যান্য ইউনিয়ন গুলোর বর্তমান ও সাবেক চেয়ারম্যানরাও অনেক হিসাব নিকাশ করে আওয়ামীলীগের দলের মনোনয়নে মরিয়া হয়ে উঠছে। ফলে সরগরম হয়ে উঠেছে মহেশখালী পৌরসভাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের হাট বাজার সহ চায়ের দোকান। ভোট আর ভোট এটাই যেন পৌরবাসীর আলোচনার খোরাক এ পরিনত হয়েছে। ভোটারেরা এবার চুল চেরা বিচার বিশ্লেষণ করে সৎ ও যোগ্য প্রার্থীকে তাদের মুল্যবান ভোট প্রদান করবেন।

কক্সবাজার জেলায় ২য় ধাপে পৌর নির্বাচন এ নির্বাচন কে ঘিরে এখন থেকে শুরু হয়েছে ভোটারদের মধ্যে পছন্দের প্রার্থী নির্বাচন ও একে অপরের সাথে সমঝোতা চুক্তি সাধারণ মানুষের সাথে বিগত সময়ে সমাজিক কাজের মূল্যায়ন ও অর্থ আর প্রভাবের হিসাব নিকাশ। ভোট বিক্রয়কারীরা চিন্তা করছেন কোন প্রার্থীর নিকট বেশি টাকায় ভোট বিক্রয় করা যাবে। আবার আনেক দুর্ণীতিবাজ ও অসাদু নেতা তাদের কালো টাকার বিনিময়ে কিভাবে সহ সরল ভোটারকে প্রভাবিত করবে সেই চিন্তায় তাদের রাতের ঘুম হারাম হয়ে গেছে। তবে সরল সচেতন ও পরিচন্ন ভোটারেরা এবার চিন্তা করছেন কোন প্রার্থী নির্বাচিত হলে এলাকার উন্নয়ন হবে।

২০১৪সাল থেকে মহেশখালী পৌরসভার ভোটার সংখ্যা ১৭ হাজার ২;শত ৬ জন । ৯টি ওয়ার্ডের সবচেয়ে বেশি ভোটার সংখ্যা হল ৩নং ওয়ার্ডে পুটিবিলা নামক এলাকা। মেয়র পদে সরকার দলীয় মনোনয়নের প্রতিযোগিতায় পাল্লা দিয়ে দৌড় ঝোপ শুরু করেছেন কাউন্সিলর ও মহিলা কাউন্সিলর প্রার্থীরা। মেয়র পদে সরকার দলে দলীয় মনোনয়ন পেতে যেমন নতুন মুখ লক্ষ্যনীয় তেমনী বিএনপির মাঝেও অনেক নতুন মুখ এলাকায় এলাকায় চষে বেড়াচ্ছেন ভোটারদের মন জয় করার জস্য।

তবে শেষ সময়ে কোন দলে স্থান না হওয়ার চরম হতাশা ও আশংকায় ভুগছেন জাতীয় পার্টি । তবে মহেশখালী পৌরসভার জাতীয় পার্টির নেতাকর্মিরা এখন বিভিন্ন দলের কাছে ভিড়তে জোর লভিং শুরু করেছে অনেক প্রার্থী । একই সাথে উপজেলা ইউনিয়ন গুলোর বর্তমান ও সাবেক চেয়ারম্যানরা অনেক অংক খসে দলের মনোনয়নে মরিয়া।

সরকারী দল আওয়ামীলীগ,বিএনপি,জাতীয় পার্টি থেকে মনোয়ন পাওয়ার আশা আশংকা প্রকাশ করেছেন অনেকে।তবে পরিচন্ন প্রার্থীরা টাকার অভাবে নির্বাচনে অংশ গ্রহণ করতে বিমূখ। কালো অর্থের সড়াছড়ি বন্ধ করলে নির্বাচনের মাধ্যমে সুস্থ রাজনীতির মানুষ দিয়ে দেশের সামগ্রীক উন্নয়নে সহায়ক হবে।

এবারের মহেশখালী পৌরসভায় মেয়র পদে বিভিন্ন আলোচনা সমালোচনায় স্থান পাচ্ছে তারা হলেন মহেশখালী পৌরসভার বর্তমান মেয়র আলহাজ্ব মকছুদ মিয়া, সাবেক মেয়র সরওয়ার আজম বিএ,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম আজিজুর রহমান বিএ, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ডাঃ নুরুল আমিন, সাবেক (ভার প্রাপ্ত )মেয়র বাবু শ্রী পূর্ন চন্দ্র দে,গোরকঘাটা সিকদার পাড়ার আশরাফুল করিম নোমান,উপজেলা যুবলীগের সভাপতি মোঃ শাহাজাহান , উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট নুরুল আলম, বৃহত্তর গোরকঘাটার সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম এর বড় পুত্র সরওয়ার কামাল, মহেশখালী পৌর জাতীয় পার্টির সভাপতি আব্দুল গফুর ঠিকাদার, পৌর নাগরিক ঐক্য পরিষদ এর আব্দুল খালেক ।

গোরকঘাটা আর পুটিবিলা কেন্দ্রীক মহেশখালী পৌরসভার আগাম নির্বাচনের হিসাব নিয়ে মহা ব্যস্ত সম্ভাব্য প্রার্থীরা । মেয়র পদের সাথে পুরুষ আর মহিলা প্রার্থীরা গোষ্টি বিবেচনা, উঠান বৈঠক, রাজনৈতিক বিবেচনায় দলীয় মনোনয়নের প্রত্যশায় সময় পার করছে।

তবে দেখা যাক কে হচ্ছে আগামী পাচঁ বছরের জন্য মহেশখালী পৌরসভার পৌরপিতা। ভোটারেরা চুল চেরা বিচার বিষশ্লেষন করে নির্বাচন বরবেন তাদের পৌরপিতা। তবে পৌরবাসিকে অপেক্ষা করতে হবে বিজয়ের শেষ হাসি কে হাসবে পৌরপিতার মুকুট কে পরবে এবং সেটা নির্বাচনের শেষ সময় পর্যন্ত।

মহেশখালী পৌরবাসী ও সচেতন মহল আশা করেন কোন সংঘাত ও রক্তক্ষয়ী ভোট যুদ্ধ নয় শান্তি পূর্ন ভোটের মাধ্যমে শিক্ষা সহ সার্বিক এলাকার উন্নয়নের জন্য গঠিত হউক এবারের পৌর পরিষদ।

পাঠকের মতামত

উখিয়ায় বৈদ্যুতিক ট্রান্সফর্মার চুরি করতে গিয়ে একজনের মৃত্যু

নিহতের জিহ্বা কেটে পালিয়েছে সহযোগীরাউখিয়ায় বৈদ্যুতিক ট্রান্সফর্মার চুরি করতে গিয়ে একজনের মৃত্যু

  পলাশ বড়ুয়া:: কক্সবাজারের উখিয়ায় ট্রান্সফর্মার চুরি করতে গিয়ে বৈদ্যুতিক খুঁটি থেকে পড়ে একজনের মৃত্যু ...