২০ অক্টোবর কক্সবাজার থেকে প্রকাশিত দৈনিক কক্সবাজার ও কক্সবাজার নিউজ ডটকম সহ একাধিক অনলাইন সংবাদ মাধ্যমে “উখিয়ায় সন্ত্রাসীর হুমকিতে প্রবাসীর পরিবার ঘরবন্দি” শীর্ষক সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে।
প্রকৃত ঘটনা হচ্ছে ১৯৭৩ইং থেকে আমাদের বংশীয় পরিক্রমায় ফাহাদ এন্টারপ্রাইজ শিরোনামে পরিবহণ ব্যবসা ও স্টীল জোনের ডিলার নিয়ে একজন তরুণ উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টায় রত আছি। পক্ষান্তরে, হলদিয়াপালং ইউনিয়নের পশ্চিম বড়বিল গ্রামের বাসিন্দা সৌদি প্রবাসি সিরাজুল ইসলাম আমার ফুফাত ভাই ও সৎ বোনের স্বামী হয়। সেই সুবাদে তিনি দেশে অবস্থানকালীন আমার নিকট থেকে ১৫ হাজার টাকার ধার নিয়ে ১০হাজার টাকা ফেরত দিলেও বাকী ৫ হাজার টাকা নিজ থেকে দাবী করি নাই। সম্প্রতি কোর্টবাজার স্টেশনে প্রবাসী সিরাজুল ইসলামের পরিচালিত হার্ডওয়ারের দোকান থেকে আমার প্রাপ্যতার ভিত্তিতে বাড়ির প্রয়োজনে বাহক মারফতে ১ হাজার ২শত টাকার মালামাল নিলে দোকানের কর্মচারীর মাধ্যমে উক্ত টাকা আদায় করে নেয় এবং পরবর্তীতে আমার প্রাপ্য ৫ হাজার টাকাও দাবী করলে তা প্রেক্ষিতে ফেরত দেয়।
এতে ক্ষীপ্ত হয়ে রাগের বশে ফেসবুকে আমার ছবিতে গালিগালাজ করে মন্তব্য করায় ইন্টারনেটে আমাদের মধ্যে বাগবিতন্ডা হয়। এ ঘটনায় আমার সৎ বোন-ভাগ্নীকে প্রাণনাশের হুমকি, কলেজ ছাত্রী অপহরণের অভিযোগ এনে আমার নামে মিথ্যা, ভিত্তিহীন সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের আমার মানিহানি করার অপচেষ্টা ছাড়া আর কিছু নয়। আমি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি একই সাথে ভিত্তিহীন সংবাদে কাউকে বিভ্রান্ত না হওয়ার পাশাপাশি সংবাদকর্মীদের মিথ্যা ও ভুঁয়া সংবাদ পরিবেশন থেকে বিরত থাকার অনুরোধ জানাচ্ছি নচেৎ আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হব।
প্রতিবাদকারী
সুমন
পিতা- নজির আহমদ ড্রাইভার
সাং- ক্লাশপাড়া, হলদিয়াপালং
উখিয়া, কক্সবাজার।
পাঠকের মতামত