প্রকাশিত: ২০/১০/২০১৫ ৯:১৬ অপরাহ্ণ
ভুলের হ্যাটট্রিক করেছেন খালেদা : রেলমন্ত্রী

Mujibul_Huq
অনলাইন ডেস্ক:
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ করে রেলমন্ত্রী মুজিবুল হক বলেছেন, ‘৫ জানুয়ারি নির্বাচনে বিএনপি না এসে প্রথম ভুল করেছেন। দ্বিতীয় ভুলটি করেছেন প্রাণনাশী হরতাল দিয়ে মানুষ পুড়িয়ে হত্যা করে। আর তার মদদে বিদেশি নাগরিক হত্যা করে ভুলের হ্যাটট্রিক করেছেন তিনি।’

মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে মুজিবুল হক এসব কথা বলেন।

তিনি বলেন, ভুলের হ্যাটট্রিকের কারণে খালেদা জিয়া রাজনৈতিক অঙ্গন থেকে দূরে সরে গেছেন। জনগণ খালেদাকে লাল কার্ড দেখিয়েছে বলেও দাবি করে মুজিবুল।

সাব-এডিটরস কাউন্সিলের সভাপতি নাসিমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন যমুনা টেলিভিশনের হেড অব নিউজ জাকারিয়া কাজল।

পাঠকের মতামত