প্রকাশিত: ২০/১০/২০১৫ ১১:১০ পূর্বাহ্ণ
রামুতে হাইটুপী-ভুতপাড়া বেড়িবাঁধ পরিদর্শনে এম,পি কমল

download (2)
অর্পন বড়–য়া (রামু)ঃ
রামু উপজেলার বাঁকখালী নদী সংলগ্ন হাইটুপী-ভুতপাড়া বেড়িবাঁধ ও বন্যা কবলিত ভুতপাড়া গ্রাম পরিদর্শন করেছেন আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এম,পি। সোমবার (১৯ অক্টোবর) বিকাল ৩টার দিকে তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাটি পরিদর্শনে যান।

এ সময় এম,পি সাইমুম সরওয়ার কমল বলেন, প্রাকৃতিক দূর্যোগ বড় সমস্যা। বন্যায় হাইটুপী-ভুতপাড়া সড়কের ভাঙনে হাজারো মানুষ কষ্ট পেয়েছে। পানিবন্দি হয়ে পড়ায় স্বাবলম্বিরাও রান্না করে খেতে পারেনি। দূর্যোগ মূহুর্তে বন্যার্তদের মাঝে রান্না করা খাবার পৌঁছে দিতে পেরেছি। এটাই আমার বড় প্রাপ্তি।

তিনি বলেন, উন্নয়ন হবে আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায়। এরই মধ্যে কাজ শুরু হয়ে গেছে। বন্যায় ক্ষতিগ্রস্ত সড়কগুলো চিহ্নিত করে সংস্কার করা হচ্ছে। এলাকায় বিদ্যুতায়ন করা হচ্ছে।

পরিদর্শন শেষে ভুতপাড়া নতুন চরমাঠে আয়োজিত মিনি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অংশ নেন সাইমুম সরওয়ার কমল।

হাইটুপী একতা যুব সংসদের আয়োজনে ফুটবল টুর্ণামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এম,পি কমল বলেন, শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া সর্বক্ষেত্রে রামু এগিয়ে। এ উপজেলার মানুষ অত্যন্ত ক্রীড়ামোদি। ফুটবল ঐতিহ্যকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রামু বাইপাসে ফুটবল ভাস্কর্য নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এটি হবে দেশের সর্ববৃহৎ ফুটবল ভাস্কর্য।

মোঃ আলীর সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুরাল হেলাল, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক নিতীশ বড়–য়া, শ্রমিকলীগ সভাপতি নুরুল কবির হেলাল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সোনিয়া বড়ুয়া (এমইউপি), উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সম্পাদক মো. আবু বক্কর ছিদ্দিক, চৌমুহনী বণিক সমিতির সদস্য আজিজুল হক আজিজ।

মোঃ আব্দুল্লাহর সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মো. ওসমান গণি, একতা যুব সংসদের সভাপতি আমান উল্লাহ, সম্পাদক হাবিব উল্লাহ, স্থানীয় শামসুল আলম, আকতার হোছনসহ অনেকেই উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক আমানুল হক আমান।

পাঠকের মতামত

উখিয়ায় বৈদ্যুতিক ট্রান্সফর্মার চুরি করতে গিয়ে একজনের মৃত্যু

নিহতের জিহ্বা কেটে পালিয়েছে সহযোগীরাউখিয়ায় বৈদ্যুতিক ট্রান্সফর্মার চুরি করতে গিয়ে একজনের মৃত্যু

  পলাশ বড়ুয়া:: কক্সবাজারের উখিয়ায় ট্রান্সফর্মার চুরি করতে গিয়ে বৈদ্যুতিক খুঁটি থেকে পড়ে একজনের মৃত্যু ...