
আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি ঃ
শিক্ষার গুণগত মান উন্নয়ন ও মান সম্মত শিক্ষা নিশ্চিত করতে পঞ্চগড়ের আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে এক মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপবৃত্তি প্রকল্পের আওতায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের সহযোগিতায় আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার সময় বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এক মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি এ্যাড. মোঃ আনিছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মা সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল কুদ্দুশ। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুর রহমান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আবু রাফা মোহাম্মদ আরিফ, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সাইফুল আলম, একাডেমিক সুপারভাইজার রেজাউন-নবী রাজা সহ অন্যান্যের মধ্যে উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ শাহজাহান ও মীরা রানী, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম, শিক্ষার্থী অভিভাবক (মা-দের মধ্য হতে) রঞ্জুয়ারা লাকী, রুমি চৌধুরী ও মাফরুহা বেগম প্রমুখ বক্তব্য রাখেন। সমাবেশে শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি, বাল্য বিবাহ রোধ সহ বেপরোয়া প্রাইভেট-কোচিং বিষয়ের উপর গুরুত্বারোপ করা হয়।
পাঠকের মতামত