প্রকাশিত: ১৯/১০/২০১৫ ২:৫১ অপরাহ্ণ

image_280906.cmch
csb24.com::
চট্টগ্রাম মেডিকেল কলেজের প্রভাষক ডা.তারেক শামসকে (৩৬) নিজ বাসায় কুপিয়ে গুরুতর আহত করেছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। সোমবার ভোরে নগরীর হালিশহর থানার রঙ্গিপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। আহত তারেক শামস খ্যাতিমান চিকিৎসক শামসুল আলম এবং আগ্রাবাদ মহিলা কলেজের অধ্যক্ষ লেখিকা আনোয়ারা আলমের ছেলে। নগরীর বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার সিএসসিআর-এ তার ব্যক্তিগত চেম্বার রয়েছে।

আহতের পরিবারের বরাত দিয়ে নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (পশ্চিম) আরেফিন জুয়েল জানান, ডা.তারেক শামস নিজ বাসার নিচতলায় শয়নকক্ষে ঘুমিয়ে ছিলেন। বাসায় স্ত্রী ছিলেন না। তার বাবা-মা দোতলায় ছিলেন। ভোর ৫টার দিকে শয়নকক্ষের দরজায় টোকা শুনে তারেক ঘুম থেকে উঠেন। দরজা খুলে বেরিয়ে আসার পর তাকে এলোপাতাড়ি কুপিয়ে চলে যায় দুর্বৃত্তরা। এ সময় এলাকার লোকজন এসে তাকে দ্রুত চমেক হাসপাতালে নিয়ে যায়।

বর্তমানে তার অবস্থা আশঙ্কামুক্ত বলে চিকিৎসকদের বরাত দিয়ে জানিয়েছেন তিনি। তিনি আরো জানান, তবে কি কারণে এই ঘটনা ঘটেছে তা জানা যায়নি। বাসায় ডাকাতির কোন ঘটনা ঘটেনি। কোন মালামাল খোয়া যায়নি। পেশাগত কিংবা পারিবারিক কোন বিরোধ থেকে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

পাঠকের মতামত