csb24.com::
ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রী দুলুফা বেগমকে (২০) শ্বাস রোধ করে হত্যার দায়ে স্বামী মিঠু দেওয়ানকে (২৪) ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার সকাল সাড়ে ১১টার দিকে দণ্ডাদেশপ্রাপ্ত আসামির উপস্থিতে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বজলুর রহমান এ রায় ঘোষণা করেন।
আদালত সূত্রে জানা গেছে, বিয়ের মাত্র দুই মাস পর ২০১০ সালের ১৩ মে রাতে ফরিদপুরের সদরপুর উপজেলার নাজিম উদ্দিন হাওলাদারের কান্দি গ্রামের শুকুর আলী দেওয়ানের ছেলে মিঠু দেওয়ান যৌতুকের দাবিতে স্ত্রী দুলুফা বেগমকে শ্বাস রোধ করে হত্যা করেন। ওই ঘটনায় পরদিন ১৪ মে নিহতের দাদা সালাম তালুকদার বাদী হয়ে সদরপুর থানায় মিঠু দেওয়ানকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
দীর্ঘ শুনানি ও সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত আজ সোমবার মিঠু দেওয়ানকে দোষী সাব্যস্ত করে মৃত্যু না হওয়া পর্যন্ত ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ দেন। একই সঙ্গে ১৫ হাজার টাকা জরিমানা করা হয় আসামিকে। মামলায় রাষ্ট্রপক্ষে পিপি বাবু মোল্লা এবং আসামিপক্ষে আইনজীবী ছিলেন শাজাহান মিয়া।
পাঠকের মতামত