
খালেদ হোসেন টাপু,রামু::
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে কক্সবাজারের রামুতে বিভিন্ন পূজা মন্ডপের প্রস্তুতি পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার (এসপি) শ্যামল কান্তি নাথ। তিনি রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় রামুতে পৌঁছলে রামু উপজেলা চেয়ারম্যান রিয়াজ উল আলমসহ হিন্দু নেতারা তাঁকে স্বাগত জানান। তিনি প্রথমে রামু সর্বজনীন কেন্দ্রীয় মন্দিরের পূজা সকল কার্যক্রম ঘুরে দেখেন এবং পূজা কমিটির সঙ্গে মতবিনিময় করেন। এরপর তিনি তেমুহনী ষ্টেশনসহ বিভিন্ন এলাকার পূজা মন্ডপ পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন রামু থানা ওসি আবদুল মজিদ, হিন্দু নেতা ডাঃ আশুতোষ চক্রবর্তী মন্টু, রামু উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব বাবুল ধর, রামু সর্বজনীন কেন্দ্রীয় মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক চন্দন দাশ গুপ্ত, সহ সভাপতি সুশান্ত পাল বাচ্চু, সহ সাধারণ সম্পাদক তপন মল্লিক, প্রকাশ সিকদার, রামু প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক খালেদ হোসেন টাপু, জেলা মৎস্যজীবিলীগের সহ সভাপতি আনছারুল হক ভূট্টো, যুবলীগ নেতা নবীউল হক আরকান, ওসমান গনি, স্বেচ্ছাসেবকলীগ নেতা আজিজুল হক আজিজ, মিজানুল হক রাজা, রামু সর্বজনীন কেন্দ্রীয় মন্দির দূর্গা পূজা উদযাপন পরিষদের সভাপতি রতন দেওয়ানর্জী, সাধারণ সম্পাদক টিটু বিশ্বাস প্রমুখ। পরিদর্শনকালে পুলিশ সুপার শ্যামল কান্তি নাথ বলেন পাঁচদিনব্যাপী শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ভাবে পালনে সূবিধার্থে সব রকম প্রস্তুতি নেয়া হয়েছে। প্রতিটি পূজা মন্ডপে পুলিশের পাশাপাশি কমিউনিটি পুলিশ, আনসার, পূজা কমিটির নেতৃবৃন্দ দায়িত্ব পালন করবে। পূজা মন্ডপে কোনো অঘটন ঘটলে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে
পাঠকের মতামত