
অনলাইন ডেস্ক:
অভিনেত্রী ক্যাটরিনা কাইফের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদের পর থেকে বেশ কয়েকদিন গুঞ্জন উঠেছিল যে রোমানিয়ান টিভি তারকা লুলিয়া ভান্তুরের সঙ্গে প্রেম করছেন সালমান খান। সে প্রেম এবার চূড়ান্ত পরিণতি পাচ্ছে বলে এবার শোনা যাচ্ছে। জোর গুঞ্জন ছড়িয়েছে, লুলিয়ার সঙ্গে আংটিও নাকি বদল করেছেন সালমান। আর কয়েকদিন বাদেই বিয়ে করতে যাচ্ছেন।
ম্যানোরোমা অনলাইনের বরাত দিয়ে ইন্টারন্যাশনার বিজনেস টাইমস একথা জানিয়েছে। তাদের খবরে বলা হয়, লুলিয়া ও সালমান গোপনে আংটি বদলের কাজ সেরে ফেলেছেন। আগামী বছরের শুরুর দিকে তারা বিয়ের পিঁড়িতে বসতে পারেন। লুলিয়ার ম্যানেজার এই তথ্য নিশ্চিত করেছেন।
এতদিন শোনা যাচ্ছিল, দুই বছর যাবৎ লুলিয়ার সঙ্গে প্রেম করছেন সালমান। এমনকি তাদের কয়েকবার সাক্ষাৎও ঘটেছে। আর বোন অর্পিতার বিয়ের পর লুলিয়ার সঙ্গে প্রেমের বিষয়টি স্বীকারও করেছেন সালমান।
এদিকে, সম্প্রতি একটি অনুষ্ঠানে সালমান প্রশ্ন করা হয়েছিল-নতুন বছরে কোন কাজটি আগে করতে পছন্দ করবেন তিনি বিয়ে নাকি তিন খানের জুটি বেঁধে মুভি? সালমানের উত্তর ছিল, ’আমি ২০১৫ সালে আগে বিয়ে করাটা পছন্দ করব। এরপর তিন খানের সঙ্গে মুভি করব। তবে লুলিয়ার সঙ্গে বিয়ে বিষয়ে সালমান খান ও তার ঘনিষ্ঠজনদের কাছ থেকে নিশ্চিত বক্তব্য পাওয়া যায়নি।
পাঠকের মতামত