
খালেদ হোসেন টাপু,রামু ::
ব্যাপক উৎসাহ উদ্দীপনায় কক্সবাজারের রামুতে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহি লোকজ খেলা নৌকা বাইচ প্রতিযোগীতা’১৫ উদ্বোধন করা হয়েছে। রোববার (১৮ অক্টোবর) রামু ফকিরা বাজারের পূর্ব পাশে বাঁকখালী নদীতে ৩টায় এ খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং গাজীপুর-২ আসনের সাংসদ মোঃ জাহিদ আহসান রাসেল। এসময় প্রধান আলোচক ছিলেন কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল, উদ্বোধক ছিলেন রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান রিয়াজ উল আলম।
রামু সোনালী অতীত ফুটবল ক্লাবের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আযোজক কমিটি রামু সোনালী অতীত ফুটবল ক্লাবের সভাপতি ছিদ্দিক আহমদ এবং সঞ্চালক ছিলেন রামু সোনালী অতীত ফুটবল ক্লাবের সাধারণ সম্পাদক পলক বড়–য়া আপ্পু। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ নেতা জাফর আলম চৌধুরী, আওয়ামীলীগ নেতা মাষ্টার ফরিদ আহমদ, রামু কেন্দ্রীয় বৌদ্ধ ঐক্য ও কল্যাণ পরিষদ সাধারণ সম্পাদক তরুন বড়–য়া, কাউয়ারখোপ হাকিম রকিমা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিশোর বড়–য়া, রামু শ্রমিকলীগের সভাপতি নুরুল কবির হেলাল, রামু স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক তপন মল্লিক, রামু ব্রাদার্স ইউনিয়নের সভাপতি মোঃ নবু আলম, রামু যুবলীগ সাধারণ সম্পাদক সাংবাদিক নীতিশ বড়–য়া, রামু কেন্দ্রীয় নৌকা বাইচ প্রতিযোগীতা পরিচালনা পরিষদের সাবেক সাধারণ সম্পাদক আবুল বশর মেম্বার ও সাবেক ক্রীড়া সম্পাদক সাইফুল ইসলাম মেম্বার, রামু কেন্দ্রীয় নৌকা বাইচ প্রতিযোগিতা ২০১৫’র প্রধান সমন্বয় ফরিদুল আলম, আওয়ামীলীগ নেতা নুরুল আমিন মাষ্টার, নুরুল হক, রামু কেন্দ্রীয় নৌকা বাইচ প্রতিযোগীতা পরিচালনা পরিষদের সাবেক সাংগঠনিক সম্পাদক হাছান আজিজ, রামু প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক খালেদ হোসেন টাপু, এমপি কমলের ব্যক্তিগত সহকারি আবু বক্কর, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা আনছারুল হক ভূট্টো, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক হাজী মহিউদ্দিন, সাবেক সহ-সাধারণ সম্পাদক আছাদ উল্লাহ, রামু সোনালী অতীত ফুটবল ক্লাবের উপদেষ্টা মাষ্টার ফরিদ আহমদ, অলক বড়–য়া, যুগ্ম-সম্পাদক খালেদ শহীদ, সাংগঠনিক সম্পাদক দুলাল বড়–য়া, অর্থ সম্পাদক সুকুমার বড়–য়া বুলু, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রুহুল আমিন রকি, দপ্তর ও প্রচার সম্পাদক ওমর ফারুক মাসুম, নির্বাহী সদস্য তরুপ বড়–য়া, প্রকাশ সিকদার, স্বেচ্ছাসেবকলীগ নেতা আজজিজুল হক আজিজ, মিজানুল হক রাজা প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে বাঁকখালী নদীর প্রায় ২ কিলোমিটারজুড়ে এই নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে হাজার হাজার উৎসুক নারী-পুরুষের ভিড় জমে। এ সময় নদীর দু’পার ছিল উৎসবমুখর।
পাঠকের মতামত