প্রকাশিত: ১৮/১০/২০১৫ ৪:৪৭ অপরাহ্ণ
মন্ত্রণালয়ের প্রজ্ঞাপণ জারি, জাতীয়করণ হলো ৪ কলেজ

1445164076
নিজস্ব প্রতিবেদক :
জাতীয়করণ হলো ৪ কলেজ, মন্ত্রণালয়ের প্রজ্ঞাপণ জারি পরিদর্শন ও যাচাই-বাছাইসহ প্রয়োজনীয় সকল কর্ম সমাধান হওয়ায় আরও ৪টি কলেজকে জাতীয়করণের প্রজ্ঞাপণ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

আজ (১৮ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব এ জেড এম নুরুল হক স্বাক্ষরিত ৪ কলেজকে জাতীয়করণের এ প্রজ্ঞাপণ জারি করা হয়।

এর আগে গত ২৬ আগস্ট অর্থ মন্ত্রণালয় এক পত্রে এ কলেজগুলোকে জাতীয়করণে তাদের সম্মতির কথা জানায়।

কলেজগুলো হল : মুজিব কলেজ, সখিপুর, টাংগাইল; বেতাগী ডিগ্রি কলেজ, বরগুনা; পাংশা কলেজ, রাজবাড়ী ও শহীদ এ.এইচ.এম কামরুজ্জামান ডিগ্রি কলেজ, রাজশাহী সদর।

পাঠকের মতামত