প্রকাশিত: ১৮/১০/২০১৫ ৩:৩৯ অপরাহ্ণ

dead (2)
অনলাইন ডেস্ক :
কক্সবাজার শহরে দু’পক্ষের সংঘর্ষে অন্তত দুজনের মৃত্যু হয়েছে। নিহতদের সন্ত্রাসী বলে দাবি করছে পুলিশ। রোববার দুপুর ২টার দিকে শহরের বাদশাগোনা এলাকায় এ সংঘর্ষ হয়। নিহতরা হলেন- নুরুল আলম (৪৫) ও কালু ওরফে বার্মাইয়া কালু (৩৭)। তাৎক্ষণিকভাবে সংঘর্ষের কারণ জানাতে পারেনি পুলিশ। কক্সবাজার সদর থানার ওসি (তদন্ত) বখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, পুলিশ ঘটনাস্থল থেকে দুজনের লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠিয়েছে। এছাড়া ঘটনাস্থল থেকে তিনটি আগ্নেয়াস্ত্র ও চার রাউন্ড কার্তুজ পাওয়া গেছে বলেও জানান তিনি।

পাঠকের মতামত

উখিয়ায় বৈদ্যুতিক ট্রান্সফর্মার চুরি করতে গিয়ে একজনের মৃত্যু

নিহতের জিহ্বা কেটে পালিয়েছে সহযোগীরাউখিয়ায় বৈদ্যুতিক ট্রান্সফর্মার চুরি করতে গিয়ে একজনের মৃত্যু

  পলাশ বড়ুয়া:: কক্সবাজারের উখিয়ায় ট্রান্সফর্মার চুরি করতে গিয়ে বৈদ্যুতিক খুঁটি থেকে পড়ে একজনের মৃত্যু ...