
ককসবাজার বার্তা’র প্রতিনিধি সভায় প্রতিনিধিদের উদ্দেশ্যে ভারপ্রাপ্ত সম্পাদক -মোহাম্মদ সেলিম
সংবাদ বিজ্ঞপ্তি:
‘আমরা নিরপেক্ষ নই, জনপক্ষে’ এ স্লোগান ধারণ ও লালন করে পাঠক নন্দিত ও বহুল প্রচারিত পত্রিকা দৈনিক আজকের ককসবাজার বার্তা’র প্রতিনিধি সভা সম্পন্ন হয়েছে। অগণিত পাঠকের মাঝে এই পত্রিকাকে আরো সমাদৃত করতে বৃহষ্পতিবার বিকেলে হোটেল আল-আমিন কমপ্লেক্সস্থ পত্রিকার নিজস্ব কার্যালয়ে জেলা, উপজেলা, শহর ও মফস্বল প্রতিনিধিদের উপস্থিতিতে এ সভা সম্পন্ন হয়। সভায় পত্রিকার মানোন্নয়ন ও পথচলাকে আরো বেগবান করতে সার্বিক সহযোগিতা কামনা করে বক্তব্য রাখেন পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও কক্সবাজার ইলেকট্রনিক মিডিয়া জার্নালিষ্ট এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক এবং জিটিভি’র জেলা প্রতিনিধি মোহাম্মদ সেলিম, পত্রিকার বার্তা সম্পাদক ও জাতীয় দৈনিক যায় যায় দিন’র জেলা প্রতিনিধি জাবেদ আবেদীন শাহীন, বিশেষ প্রতিবেদক মো:শাহাদত হোছাইন ও প্রশাসনিক প্রতিনিধি এম.ওসমান গণি। এসময় সংবাদ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে প্রতিনিধিদের সাথে বিশদ আলোচনা করা হয় এবং সার্বিক সহযোগিতা করার প্রতিশ্র“তি ব্যক্ত করে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, নিজস্ব প্রতিবেদক মো: মনিরুল ইসলাম, অজিত কুমার দাশ হিমু, শহর প্রতিনিধি এম.ডি ফরিদ, পেকুয়া প্রতিনিধি হাজী জালাল উদ্দিন, চকরিয়া প্রতিনিধি এ.কে.এম বেলাল উদ্দীন, কুতুবদিয়া প্রতিনিধি এম.নজরুল ইসলাম, চকরিয়া সংবাদদাতা অলি উল্লাহ রনি, রামু প্রতিনিধি গোলাম মওলা, টেকনাফ প্রতিনিধি দেলোয়ার হোসাইন ও ঈদগাও প্রতিনিধি সাইমুন সরওয়ার কায়েম। বিশেষ প্রতিবেদক মো: শাহাদত হোছাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিনিধি সভায় পবিত্র কোরআন তেলোয়াত করেন রামু প্রতিনিধি গোলাম মওলা। সভায় সার্বিক সহযোগিতায় ছিলেন, সার্কুলেশন ম্যানেজার সাইফুল ইসলাম (রাজন) ও মো: জালাল উদ্দিন । সভায় পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মোহাম্মদ সেলিম বলেন, দৈনিক আজকের ককসবাজার বার্তা বস্তুনিষ্ট ও নিরপেক্ষ সংবাদে বিশ্বাসী। তারই ধারাবাহিকতায় সৎ লেখনীর মাধ্যমে সন্ত্রাস, জঙ্গীবাদ, মানবপাচার, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ ও জনমত গড়ে তুলুন। এসব অপকর্মের বিরুদ্ধে বলিষ্ট ভূমিকা রাখার জন্য প্রতিনিধিদেরকে তথ্যবহুল সংবাদ সংগ্রহের প্রতি তাগিদ দিয়ে তিনি আরো বলেন, ককসবাজার বার্তা জন্মলগ্ন থেকেই বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করেই যাচ্ছে। অল্প সময়ের মধ্যে পাঠক প্রিয়তায় শীর্ষে উঠে আসা এই পত্রিকার সফলতার ধারা অব্যাহত রাখতে নিরপেক্ষ ও সততার সাথে কাজ করতে পত্রিকায় কর্মরত সকল কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি অনুরোধ জানান। এই পত্রিকা আগামী মাস থেকেই অনলাইন ভার্সন এ পাঠক পড়তে পারবেন বলেও আশ্বাস প্রদান করেন তিনি। বিগত ৭ মাস বস্তুনিষ্ট সংবাদ প্রেরন করায় পেকুয়া প্রতিনিধি হাজী জালাল উদ্দিনকে স্টাফ রিপোর্টার হিসেবে পদোন্নতির ঘোষনা দেন।
পাঠকের মতামত