প্রকাশিত: ১৭/১০/২০১৫ ৫:৪৯ অপরাহ্ণ

gold-hits-month7254_60339
csb24.com:
দেশের বাজারে স্বর্ণের দাম ভরিতে (২২ ক্যারেট) ১৫১৬ টাকা বাড়ানো হয়েছে। আজ শনিবার থেকে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ কিনতে ক্রেতাকে দিতে হবে ৪৩ হাজার ৭৪০ টাকা। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এ সিদ্ধান্ত নিয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বাজুসের সাধারণ সম্পাদক এনামুল হক খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ থেকে ২২ ক্যারেটের এক গ্রাম স্বর্ণের দাম ৩৭৫০ টাকা। ২১ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম ৩৫৭০ টাকা। ১৮ ক্যারেটের এক গ্রাম স্বর্ণের দাম তিন হাজার টাকা। সনাতন পদ্ধতির প্রতি গ্রাম স্বর্ণের দাম ২০৫০ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি গ্রাম রুপার দাম ৮৫ টাকা।

পাঠকের মতামত