প্রকাশিত: ১৭/১০/২০১৫ ৫:১৪ অপরাহ্ণ
সড়ক দূর্ঘটনা রোধে আমাদের আন্দোলন সফল হবেই : ইলিয়াস কাঞ্চন

NISCHA PHOTO 2
আগামী ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উদ্যাপনকে সামনে রেখে নিসচা কেন্দ্রীয় কমিটির আয়োজনে সারাদেশের সকল কমিটি সমূহের সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে রাজধানী ঢাকায় ৯ম প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়।

সাংগঠনিক সম্পাদক এস এম আজাদের পরিচালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্র নায়ক ইলিয়াস কাঞ্চন। সম্মেলনের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এহসান উল্লাহ কামাল। শোক প্রস্তাব উত্থাপন করেন যুগ্ম মহাসচিব লায়ন গনি মিয়া বাবুল। এরপর সড়ক দূর্ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়। স্বাগত বক্তব্য রাখেন নিসচা মহাসচিব শামীম আলম দীপেন ও ২২ অক্টোবরের কর্মসূচী নিয়ে বক্তব্য রাখেন উদ্যাপন কমিটির আহ্বায়ক সাদেক হোসেন বাবুল।

সম্মেলনে প্রধান অতিথি নিসচা’র চেয়ারম্যান চিত্র নায়ক ইলিয়াস কাঞ্চন বলেন, সড়ক দুর্ঘটনা কমিয়ে আনার দায়িত্ব সকলের। সারাদেশের সড়ক দুর্ঘটনা রোধে আমরা যে আন্দোলনে নেমেছি একদিন সকলের প্রচেষ্টায় সফল হবেই এবং সেদিন আর বেশী দুরে নয়। সেই সাথে ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবসকে জাতিসংঘ কর্তৃক আন্তর্জাতিক নিরাপদ সড়ক দিবস হিসেবে ঘোষণার দাবি করেন।

সম্মেলনে সংগঠনের নানাদিক তুলে ধরে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর কমিটির সাধারণ সম্পাদক শফিক আহমেদ সাজীব, চুয়াডাঙ্গার সভাপতি আলমগীর হোসেন, নাটোর কমিটির সভাপতি গোলাম মোস্তফা, বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম সোহাগসহ জেলা, চট্টগ্রাম কর্ণফুলী থানা কমিটির সভাপতি সাইফুল ইসলাম ফারুক, সাধারণ সম্পাদক আবদুল মালেক রানাসহ প্রমুখ নেতৃবৃন্দ।

পাঠকের মতামত