
মুহাম্মদ ইদ্রিস, কোটবাজার :
উখিয়ার ইনানীর হেফজ খানার ছাত্র আনোয়ার হোসেন (১১) দিন নিখোঁজ থাকার পরও হদিস মেলেনি। ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ প্রায় পিতা-মাতা। নিখোঁজ হওয়া আনোর হোসেন উপজেলার জালিয়াপালং ইউনিয়নের নূরার ডেইল গ্রামের বাসিন্দা আহমদ ও গোলবাহার বেগমের ছেলে এবং ইনানী হেফজ খানার ছাত্র বলে জানা গেছে। নিখোঁজ সন্তানকে ফিরে পেতে সংশ্লিষ্ট আইনপ্রয়োগকারী সংস্থার সহযোগিতা চেয়ে থানায় সাধারণ ডাইরী লিপিবদ্ধ করেছেন নিখোঁজ সন্তানের পরিবার।
পরিবারের তথ্য মতে, গত ৬ অক্টোবর সকালে আনোয়ার ইনানী হেফজ খানায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। ওই দিন সন্ধ্যা পর্যন্ত আনোয়ার আর বাড়ি ফিরে আসেনি। এর পর থেকে পিতা-মাতা হেফজখানা, আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য অনেক স্থানে খোঁজাখুঁজি করেও পুত্রকে পাওয়া যায়নি। নিখোঁজ আনোয়ারের পরনে ছিল পাঞ্জাবি, গায়ের রং ফর্সা, লম্বা ৩ ফুট ২ ইঞ্চি লম্বা। নিখোঁজ আনোয়ারের মাতা গোলবাহার বেগম তার নিখোঁজ কিশোর সন্তানকে ফিরে পাওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট দের সহযোগিতা কামনা করেছেন। একই সাথে কোন সুহৃদয় ব্যক্তি আনোয়ার সন্ধান পেয়ে থাকলে স্থানীয় মেম্বার জাকের হোসেন এর ০১৮১৭০৫৩৭৫১, ০১৮১২-৬৮৬২০৮, ০১৮৫৮-৫৩০৭৮৪ মোবাইল নম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন।
পাঠকের মতামত