
ঈদগাঁওতে দিনব্যাপী ক্যারিয়ার দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ও পুরষ্কার বিতরণ সম্পন্ন হয়েছে। ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে ১৬ অক্টোবর এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। স্থানীয় অরাজনৈতিক ও শিক্ষাবান্ধব সংস্থা ‘ইউনিটি’ ২২টি বিদ্যালয়ের বাছাইকৃত শিক্ষার্থীদের অংশগ্রহণে এর আয়োজন করে। প্রশিক্ষণে ৬০জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে স্পিকিং ইংলিশ কোর্সে ৫ জন এবং ক্যারিয়ার দক্ষতা উন্নয়ন কোর্সে ৩ জন পুরষ্কৃত হয়। রিসোর্সপার্সনদের মধ্যে ছিলেন ডা. মো. ইউছুপ আলী, অধ্যাপক সোলতান আহমদ, মোজাম্মেল হক, এইচ.এম বদিউল আলম। শেষে ইউনিটি চেয়ারম্যান মো. ইবরাহীমের সভাপতিত্বে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্থার আজীবন দাতা সদস্য রাজিবুল হক রিকু। প্রধান বক্তা ছিলেন আজীবন দাতা সদস্য ডা. মো. ইউছুপ আলী। বিশেষ অতিথি ছিলেন সংস্থার গণমাধ্যম উপদেষ্টা ও ঈদগাঁও প্রেস ক্লাব সভাপতি মো. রেজাউল করিম, দাতা সদস্য আবু তৈয়ব চৌধুরী, ঈদগাহ প্রি-ক্যাডেট স্কুল প্রধান শিক্ষক বদিউল আলম ও অনুষ্ঠানের স্পন্সর তারেকুল হাসান। সংস্থার শিক্ষা বিভাগ পরিচালক মোজাম্মেল হক ও সদস্য বেলাল উদ্দীনের যৌথ সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন ভাষা বিভাগ পরিচালক আরমান জাহান। কবিতা আবৃত্তি করে সাহিত্য বিভাগ সমন্বয়ক কবি তৌহিদা আজিম। কোরআন তেলাওয়াত করে সদস্য মহি উদ্দীন। এতে ৩ জন প্রশিক্ষণার্থী তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করে। উপস্থিত ছিলেন রক্তদান বিভাগ পরিচালক এস.এম মিজানুর রহমান, পরিবেশ ও জলবায়ু বিভাগ পরিচালক শহিদুল ইসলাম, ক্যারিয়ার উন্নয়ন বিভাগ পরিচালক শহিদুল্লাহ সিকদার, সহ-পরিচালক আবুল কালাম বাবুল, রক্তদান বিভাগ সমন্বয়ক নুরুল আলম নাহিদ, ক্রীড়া বিভাগের সহ-পরিচালক আনিসুল ইসলাম, সদস্য আবু হেনা বিশাদ, নওশাদুল আজম, জসিম উদ্দীন, সিরাজুল ইসলাম, তাফসিরুল ইসলাম, মো. শাহজাহান প্রমুখ। এতে দায়িত্বশীলতা ও আত্ম উন্নয়নের কৌশল এবং জীবনের স্বপ্ন বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেয়া হয়।
পাঠকের মতামত