
নিজস্ব প্রতিবেদক ॥
উখিয়া রতœাপালং ইউনিয়নের আইনজীবী আমির তাহের উদ্দিন মানিকের মাতার কাছ থেকে চাঁদা দাবী করায় ৫ আসামীকে জেল হাজতে প্রেরণ করেছে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট তৌহিদুল ইসলাম।
অভিযোগ সূত্রে জানা যায়, রতœাপালং ইউনিয়নের সৌদি প্রবাসী আমির হামজার স্ত্রী তাহেরা বেগমের বসত বাড়ী সংলগ্ন ক্রয়কৃত জায়গায় সীমানা প্রাচীর নির্মাণ করতে গেলে একাধিক সময় ১ লক্ষ টাকা চাঁদা দাবী করে এবং গত ১৪ সেপ্টেম্বর বিকাল আনু: ৩ ঘটিকার সময় তাহেরা বেগমের কাছ থেকে আসামীগণ চাঁদা দাবী করে না পেয়ে মারধর করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনায় আহত তাহেরা বেগমের পুত্র এডভোকেট আমির তাহের উদ্দিন মানিক বাদী হয়ে ৫জনকে আসামী করে ১৫ সেপ্টেম্বর কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত-২ এ সি/আর ২৬৪/১৫ মামলা দায়ের করে। আসামীগণ যথাক্রমে একই ইউনিয়নের কামাল উদ্দিন ড্রাইভারের পুত্র মোহাম্মদ শাহজাহান ও ফয়েজ প্রকাশ ফয়স্যা, মৃত ফজর রহমানের পুত্র আশরাফ উদ্দিন বাবুল ও তার পুত্র রহিম বাদশা এবং মৃত রফিক চৌধুরীর পুত্র জায়েদ চৌধুরী।
দায়েরকৃত মামলার গুণাগুণ বিবেচনায় বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মামলা আমলে নিয়ে সমন ইস্যু করেন। ১৪ অক্টোবর মামলার ধার্য্য তারিখে আসামীগণ বিজ্ঞ আদালতে আর্তসমর্পন করতে গেলে মামলার বাদী এড. আমির তাহের উদ্দিনের পক্ষে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির প্রায় শতাধিক আইনজীবী জামিনের বিরোধীতা করে জোরালো আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত গুরুত্ব সহকারে জামিন আবেদন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন এবং মামলা বিচারের জন্য প্রস্তুত করে ২৮ অক্টোবর দিন ধার্য্য করে মাননীয় দায়রা জজ আদালতে প্রেরণ করা হয়। ধার্য্য তারিখের পূর্বে আসামীপক্ষ তড়িগড়ি করে জামিন লাভের আশায় ১৫ অক্টোবর জামিনের প্রার্থনা করলে মাননীয় জেলা ও দায়রা জজ আদালত নির্ধারিত তারিখে শুনানির জন্য আদেশ প্রদান করেন।
বিশ্বস্ত সূত্রে জানা যায়, ইতিপূর্বে ৫নং আসামী জায়েদ চৌধুরীর নামে প্রতারণামূলক প্রায় ৩লক্ষ আতœসাত করে পালিয়ে গেলে একটি সাধারণ ডায়েরী লিপিবদ্ধ করে। যার নং-৯৬৯ এবং তার সন্ধান পেলে ঢাকাস্থ নীলক্ষেতের অসি এন্টারপ্রাইজ অথবা থানায় যোগাযোগ করার জন্য জাতীয় দৈনিক কালেরকণ্ঠ পত্রিকায় সংবাদ পরিবেশন করা হয়। অপরদিকে ২নং আসামী ফয়েজ প্রকাশ ফয়স্যা এলাকার একজন চিহ্নিত মাদকসেবী হিসেবে যে অপরাধ কর্মকান্ড করতে দ্বিধাবোধ করে না।
এদিকে আসামীপক্ষ মামলা উঠিয়ে নেয়ার জন্য বাদী এড. আমির তাহের উদ্দিন মানিককে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে হুমকি-ধমকি অব্যাহত রাখায় জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছে বলে মামলার বাদী জানায়।
পাঠকের মতামত